X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

প্রীতমের ‘খোকা’ সিয়ামের কণ্ঠে (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৯ আগস্ট ২০২০, ১৮:৩৯আপডেট : ৩০ আগস্ট ২০২০, ১৭:৪৭


২০১৮ সালে প্রকাশ হয় প্রীতম হাসানের সুর ও কণ্ঠে গান ‘খোকা’। এর কিছু অংশে কণ্ঠ দিয়েছেন পপ তারকা ফেরদৌস ওয়াহিদ। গানটির ভিডিওতে মডেল হিসেবে ছিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ।
আর ২০২০ সালে অবমুক্ত হলো এর একটি কাভার। যেখানে গায়ক হিসেবে হাজির হলেন খোদ সিয়াম!
হ্যাঁ, গাইলেন চিত্রনায়ক সিয়াম। কণ্ঠশিল্পী হিসেবে প্রথমেই বেছে নিলেন প্রীতমের গানটি।
করোনাকালে ভক্তদের জন্য নিজস্ব ইউটিউব চ্যানেল খুলেছেন জনপ্রিয় এই নায়ক। দু’জনার (সিয়াম ও তার স্ত্রী অবন্তি) প্রেম কাহিনি ‘আমাদের গল্প’ দিয়ে যাত্রা হয় চ্যানেলটির। আর গত ২৭ আগস্ট অবমুক্ত হলো ‘খোকা’ গানটি।
সিয়াম আহমেদ বলেন, ‘‘এই চ্যানেলটা খোলার পেছনে একটা কারণ আছে। ফেসবুকে হোক বা সরাসরি, অনেকেই আমার ও অবন্তির ভালোবাসার গল্প জানতে চান। এ কারণেই এটা বলার উদ্যোগ। আমাদের গল্পটা একটু বড় ও জটিল। তাই এটা দিয়েই চ্যানেল শুরু করি। এরপর এলো ‘খোকা’ গানটি। তবে কেমন গেয়েছি, সেটা প্রীতম ভালো বলতে পারবে।’’
অবশ্য ‘খোকা’র কাভার শেষে ভিডিওতেই সিয়াম প্রীতমের কাছে জানতে চেয়েছিলেন, ‘বেশি খারাপ হয়েছে?’
উত্তরে প্রীতম বলেন, ‘খুব বাজে ছিল’!
তবে বাস্তবে প্রীতম বললেন, ‘প্রথমবার হিসেবে সে ভালো গেয়েছে। আমার প্রত্যাশার চেয়েও বেশি। আর এটা তো মজা করে করা। তাই সিরিয়াসভাবে আমরা কেউই নিইনি।’
প্রশংসা পাচ্ছেন শ্রোতাদেরও। ইউটিউবের কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘এতদিন জানতাম সিয়াম আহমেদ অসাধারণ একজন অভিনেতা এবং মোটিভেশনাল স্পিকারও বটে। এখন দেখছি সিংগার! ওয়াও।’
এদিকে অভিনেতা হিসেবে সিয়ামকে দর্শক যেভাবে আপন করে নিয়েছে, ঠিক তেমনি তার ইউটিউব চ্যানেলকেও মানুষ ভালোভাবে গ্রহণ করেছেন। তিন সপ্তাহের মধ্যে চ্যানেলটির সাবস্ক্রাইবার এক লাখ ছাড়িয়েছে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি