X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

বিয়ে বন্ধনে ‘বাজে স্বভাব’ খ্যাত শিল্পী!

বিনোদন ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২৪, ১৫:২৮আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৭:১৯

ছেলেটির স্বভাব ‘বাজে’, অথচ তাকেও কিনা একজন ভালোবাসে! শুধু ভালোবাসা নয়, সোজা বিয়ের পিঁড়িতে বসে গেলেন। বলছি ‘বাজে স্বভাব’ খ্যাত গায়ক রেহান রাসুলের কথা।

রেহানের গাওয়া ‘আমার এই বাজে স্বভাব’ গানটি যখন মুক্তি পায়, বলা যায় মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছিলো। বিশেষকরে তরুণরা লুফে নিয়েছিলো গানটি। নিজের লেখা ও সুরে গানটি সে সময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। তবে গানের মতই বাস্তবেও নিজের স্বভাব বাজে বলেন এই গায়ক।

হঠাৎ করেই এই শিল্পী আলোচনায়। বিয়ে করেছেন তিনি এবং খবরটি নিজেই জানিয়েছেন। শুক্রবার(৬ আগস্ট) রাতে নিজের ফেসবুক পেজে নববধুর সাথে একটি ছবি শেয়ার করেছেন গায়ক। ক্যাপশনে লিখেছেন,‘শক খাইয়েন না, ঘটনা সত্য।’ বিয়ে বন্ধনে ‘বাজে স্বভাব’ খ্যাত শিল্পী! খবর দেখে তার ভক্তরা প্রায় চমকে গেছে। তবে কমেন্টবক্স শুভকামনায় ভরিয়ে দিয়েছে তারা। কেউ কেউ যে অনেক বেশি চমকে গেছে সেটিও জানিয়েছে। একজন মন্তব্য করেছেন, ‘যাহ, বিশ্বাস করি না।’ আরেকজন লিখেছেন, ‘আরে আরে আরে! শেষমেষ রেহান ভাই বিয়ে করেই ছাড়লো!’

রেহান এর আগে পরিচিত মহলে বলে এসেছেন তিনি বিয়ে করবেন না। কিন্তু শেষমেশ বিয়েটা সেরেই ফেললেন। এ বিষয়ে তিনি বলেন, কখনো তিনি ভাবেননি এমন একজন মানুষ পাবেন। সবাই  যাকে ছন্নছাড়া, স্বভাবে বাজে হিসেবে চেনে অথচ সেই ছেলেটিকেই মেয়েটা ভালোবাসে। বিয়ে বন্ধনে ‘বাজে স্বভাব’ খ্যাত শিল্পী! জানা গেছে, রেহান রাসুলের স্ত্রীর নাম সাদিয়া ইসলাম। ২০১৬ সালে তাদের পরিচয় হয়। তবে ২০২৩ সাল থেকে তারা একসাথে সময় কাটাতে থাকেন, আড্ডায় নিয়মিত দেখা হতে থাকে। ২০২৪ সালে তারা প্রেমে পড়েন একে অপরের।

রেহান জানিয়েছেন, বিয়েতে কোন আড়ম্বর কিছু করেননি। দুই পক্ষের আত্মীয়স্বজনের উপস্থিতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বর্তমানে নতুন গান নিয়ে ব্যস্ত আছেন রেহান। ‘বাজে স্বভাব’ গান ছাড়াও সিনেমায় আবহ সংগীতশিল্পী হিসেবে কাজ করেও তিনি প্রসংশা পান। 

/সিবি/এমএম/।
সম্পর্কিত
তাদের দুই গান, লক্ষ্য নতুন বছর
তাদের দুই গান, লক্ষ্য নতুন বছর
ঠিক প্রেম না, শুধু একবার দেখা করেছিলাম: প্রিন্স মাহমুদ
তারকার জীবনসঙ্গী যখন সাধারণ কেউঠিক প্রেম না, শুধু একবার দেখা করেছিলাম: প্রিন্স মাহমুদ
আমরা প্রথম দিন যেমন ছিলাম, এখনও তেমন আছি: নিরব
তারকার জীবনসঙ্গী যখন সাধারণ কেউআমরা প্রথম দিন যেমন ছিলাম, এখনও তেমন আছি: নিরব
উনি আমার শিক্ষক, আমি ছাত্রী: সালমা
তারকার জীবনসঙ্গী যখন সাধারণ কেউউনি আমার শিক্ষক, আমি ছাত্রী: সালমা
বিনোদন বিভাগের সর্বশেষ
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
শহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
গীতিকবির গল্পশহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন