X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

তাদের দুই গান, লক্ষ্য নতুন বছর

বিনোদন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৩আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ২০:২১

আরজে হিসেবে ভালোই মগ্ন ছিলেন, অন্তরালে। তবে ২০১৮ সালে ‘বাজে স্বভাব’ গান দিয়ে রেহান রাসুলের হঠাৎ বাজিমাত! কণ্ঠ, কথা ও চেহারা- তিনে মিলে ‘এলেন-গাইলেন-জয় করলেন’ ব্যাপার। 

চলতি বছরে হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ সিনেমায় ‘গভীরে’সহ আরও কয়েকটি গান আলোচনায় আসে তার। নাটক-সিনেমার বাইরে বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের জন্যও গান করছেন তিনি। এরইমধ্যে বছরের শেষ প্রান্তে এসে এন আই বুলবুলের কথায় দুটি গানে কণ্ঠ দিয়েছেন রেহান। লক্ষ্য নতুন বছরের উপহার। 

গান দুটি হলো রোহান রাজের সুর-সংগীতে ‘উড়ি চল’ এবং রেজওয়ান শেখের সুর-সংগীতে ‘কিছু গল্প’। দুটি গানেই রেহানের সহশিল্পী ‘পাওয়ার ভয়েস’ কর্ণিয়া। 

গান দুটি প্রকাশ হবে যথাক্রমে ফ্যামিলি মিউজিকের ইউটিউব চ্যানেল ও আরটিভি মিউজিক চ্যানেলে। 

গান দুটি প্রসঙ্গে রেহান রাসুল বলেন, ‘দুটি গান দুই রকম রোমান্টিক কথায় সাজানো। কর্ণিয়ার সঙ্গে পর পর দুটি দ্বৈত গান হলো। নতুন বছর উপলক্ষে গান দুটি প্রকাশ হবে। আশা করছি শ্রোতারা আমাদের কণ্ঠে গান দুটি শুনে নিরাশ হবে না।’

রেকর্ডিংয়ে রেহান রাসুল ও এন আই বুলবুল অন্যদিকে গীতিকবি এন আই বুলবুল বলেন, ‘দুটি গানই রোমান্টিক কথায় সাজালাম। তবে এরমধ্যেও ভিন্নতা রাখার চেষ্টা করেছি। একটির সঙ্গে অন্যটির মিল নেই। দুই শিল্পী দারুণ গেয়েছেন। আশা করছি নতুন বছরে শ্রোতাদের জন্য ভালো দুটি উপহার হবে।’

/এমএম/
সম্পর্কিত
বিয়ে বন্ধনে ‘বাজে স্বভাব’ খ্যাত শিল্পী!
বিয়ে বন্ধনে ‘বাজে স্বভাব’ খ্যাত শিল্পী!
চাঁদরাতে রেহানের মিউজিক্যাল ফিল্ম
চাঁদরাতে রেহানের মিউজিক্যাল ফিল্ম
বিনোদন বিভাগের সর্বশেষ
মোশাররফ করিমেরও ‘তামিল’ লুক, যা বললেন নির্মাতা
মোশাররফ করিমেরও ‘তামিল’ লুক, যা বললেন নির্মাতা
বিদেশি সিনেমার ওপর ট্রাম্পের শতভাগ শুল্ক আরোপ!
বিদেশি সিনেমার ওপর ট্রাম্পের শতভাগ শুল্ক আরোপ!
‘আমাদের সিনেমা দেখে বিদেশিরা হাসেন’
‘আমাদের সিনেমা দেখে বিদেশিরা হাসেন’
এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়!
এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়!
নতুন কিতাবে ফিরছেন পুরনো রানি!
নতুন কিতাবে ফিরছেন পুরনো রানি!