X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

বদলে যাচ্ছে শিল্পকলার সাত মিলনায়তনের নাম

বিনোদন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৩আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৩

বদলে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাত মিলনায়তনের নাম। এরমধ্যে থাকছে জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তনও। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নাট্যশালায় এক অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ নামকরণের বিষয়টি জানিয়েছেন।   

অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, ‘জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনের নাম হবে আলাওল নাট্যালয়, স্টুডিও থিয়েটারের হবে চন্দ্রাবতী নাট্যালয় এবং এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের নামকরণ করা হচ্ছে সেলিম আল দীন নাট্যালয়।’ 

বর্তমান সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার ঘটনাকে কেন্দ্র করে শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় এক্সপেরিমেন্টাল হলে অনুষ্ঠিত হয় স্ট্যান্ডআপ কমেডি ‘জোকের রাজনীতি’। এই অনুষ্ঠানেই নাট্যশালার তিনটি মিলনায়তনের নাম বদলের তথ্য জানান শিল্পকলার মহাপরিচালক। সৈয়দ জামিল আহমেদ কবে নাগাদ আনুষ্ঠানিকভাবে নামকরণ করা হবে তা পরে জানিয়ে দেবে শিল্পকলা একাডেমি। 

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাডেমি সূত্রে জানা গেছে, শুধু জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তন নয়, চারুকলা ভবন এবং সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা ভবনের আরও চারটি মিলনায়তনের নামও বদল হচ্ছে। এর মধ্যে সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা ভবনের একটি মিলনায়তন এবং নির্মাণাধীন আরেকটি মিলনায়তনের নামকরণ করা হয়েছে বিশ্বখ্যাত সংগীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁ এবং মরমী সাধক শাহ আবদুল করিমের নামে। এছাড়া চারুকলা ভবনের মিলনায়তন এবং নির্মাণাধীন আরেকটি মিলনায়তনের নামকরণ করা হয়েছে চিত্রশিল্পী এস এম সুলতান ও ভাস্কর নভেরা আহমেদের নামে। 

/সিবি/এমএম/
সম্পর্কিত
শিল্পকলা একাডেমিতে ‘আনন্দ উৎসব’
শিল্পকলা একাডেমিতে ‘আনন্দ উৎসব’
শিল্পীদের পক্ষ থেকে সরকারের প্রতি ১০ প্রস্তাবনা
শিল্পীদের পক্ষ থেকে সরকারের প্রতি ১০ প্রস্তাবনা
পদত্যাগপত্র এখনও ঝুলে আছে, সিদ্ধান্ত সরকারের
পদত্যাগপত্র এখনও ঝুলে আছে, সিদ্ধান্ত সরকারের
কুমিল্লার ৮ মাসের বিদ্যুৎ বিল জমা দেয়নি বাংলাদেশ শিল্পকলা একাডেমি
কুমিল্লার ৮ মাসের বিদ্যুৎ বিল জমা দেয়নি বাংলাদেশ শিল্পকলা একাডেমি
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার