X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

প্রথমবারের মতো ‘মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব’

বিনোদন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২৫, ১৭:৪১আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ২৩:৪১

বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব’। এই লক্ষ্যে তিনটি পর্যায়ে দেশব্যাপী শুরু হয়েছে পনের দিনের প্রযোজনা কেন্দ্রিক নাট্যকর্মশালা।     

এই কর্মশালা থেকে মোট ১৬টি দল নির্বাচন করা হবে এবং এই দলগুলো ‘মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসবে’ অংশ নেবে।

শিল্পকলা একাডেমির জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নাট্যকর্মশালার প্রথম পর্যায় শুরু হয়েছে গত ২০ জানুয়ারি থেকে। এটি চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ে এই কর্মশালা শুরু ৩ ফেব্রুয়ারি থেকে, চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

এছাড়া তৃতীয় পর্যায়ের কর্মশালা ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে শেষ হবে ১৭ ফেব্রুয়ারি।

এই নাট্যকর্মশালা প্রথম ও দ্বিতীয় পর্যায় শেষ হলে, আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আটটি বিভাগীয় শহর থেকে আটটি দলকে বাছাই করা হবে কেন্দ্রীয় নাট্যোৎসবের জন্য।

তৃতীয় পর্যায়ের নাট্যকর্মশালা শেষ হলে, ২১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আটটি বিভাগ থেকে আরও আটটি দল নির্বাচন করা হবে। এইভাবে মোট ১৬টি দল নিয়ে 'মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব' আয়োজন করার পরিকল্পনা নিয়েছে শিল্পকলা একাডেমি।

শিল্পকলা একাডেমি জানিয়েছে, গত ৫ জানুয়ারি ৬৪ জেলার নাট্যকর্মশালার পরিচালকদের নিয়ে একটি আয়োজন করা হয়। সেখানে একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ প্রযোজনা কেন্দ্রিক নাট্যকর্মশালা এবং মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব নিয়ে দিকনির্দেশনা দিয়েছেন।

কর্মশালা অনুষ্ঠিত হবে কবে, কোথায়  

এই নাট্যকর্মশালা অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও গাজীপুর জেলায়।

ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলায়। চট্টগ্রাম বিভাগের ফেনী, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

রাজশাহী বিভাগের রাজশাহী, বগুড়া, পাবনা, জয়পুরহাট ও নওগাঁ জেলায়। খুলনা বিভাগের খুলনা, মাগুরা, কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলায়।

এছাড়া রংপুর বিভাগের রংপুর ও পঞ্চগড় জেলায়। বরিশাল বিভাগের পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুর জেলায়। সিলেট বিভাগের মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায়।

দ্বিতীয় পর্যায়ের নাট্যকর্মশালা হচ্ছে ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী ও মুন্সীগঞ্জ জেলায়। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, রাঙামাটি, লক্ষ্মীপুর, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান ও নোয়াখালী জেলায়।

রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলায়। খুলনা বিভাগের বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, নড়াইল ও মেহেরপুর জেলায়।

রংপুর বিভাগের কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলায়। বরিশাল বিভাগের বরিশাল ও বরগুনা জেলায়। সিলেট বিভাগের সিলেট ও হবিগঞ্জ জেলায়।

তৃতীয় পর্যায়ের নাট্যকর্মশালা হবে ঢাকা বিভাগের মাদারীপুর; বরিশাল বিভাগের ভোলা এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলায়।

/সিবি/এমওএফ/
সম্পর্কিত
শিল্পকলা একাডেমিতে ‘আনন্দ উৎসব’
শিল্পকলা একাডেমিতে ‘আনন্দ উৎসব’
শিল্পীদের পক্ষ থেকে সরকারের প্রতি ১০ প্রস্তাবনা
শিল্পীদের পক্ষ থেকে সরকারের প্রতি ১০ প্রস্তাবনা
পদত্যাগপত্র এখনও ঝুলে আছে, সিদ্ধান্ত সরকারের
পদত্যাগপত্র এখনও ঝুলে আছে, সিদ্ধান্ত সরকারের
কুমিল্লার ৮ মাসের বিদ্যুৎ বিল জমা দেয়নি বাংলাদেশ শিল্পকলা একাডেমি
কুমিল্লার ৮ মাসের বিদ্যুৎ বিল জমা দেয়নি বাংলাদেশ শিল্পকলা একাডেমি
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার