X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২

মির্জা: দেখতে যতটা সহজ অতটা সহজ নয়!

বিনোদন রিপোর্ট
২২ মে ২০২৫, ১৩:৩৪আপডেট : ২২ মে ২০২৫, ১৫:০০

মোশাররফ করিম মানেই অভিনয়ের কারিশমা। ভিন্ন ভিন্ন চরিত্রে তিনি সবসময়ই দেখান জাদু! এবার ‘মির্জা’ ওয়েব ফিল্মে একজন প্রাইভেট ডিটেকটিভের ভূমিকায় আসছেন এই গুণী অভিনেতা।

চলুন, এই চরিত্র সম্পর্কে জানি কিছুটা…

৫০ বছর বয়সী মির্জা একজন অবিবাহিত প্রাইভেট ডিটেকটিভ। সাত বোনকে নিয়ে তার পরিবার। বোনদের বর্তমানে একটাই লক্ষ্য, ভাইয়ের জন্য যোগ্য পাত্রী খুঁজে বের করা। যদিও সংসার জীবন নিয়ে মির্জার আগ্রহ সামান্যই।

স্বভাবে আনাড়ি, খেয়ালে হেয়ালি হলেও মির্জা অত্যন্ত বুদ্ধিমান এবং কৌশলী একজন ব্যক্তি। গোয়েন্দাগিরিতে তার পর্যবেক্ষণ ক্ষমতা ঈর্ষা করার মতো।

এই মির্জা চরিত্রেই দেখা যাবে মোশাররফ করিমকে। ‘মির্জা’ ওয়েব ফিল্মের পোস্টার হাস্যরস ও রহস্যের মিশেলে তৈরি এই ওয়েব ফিল্মটি ধরাবাঁধা গোয়েন্দা গল্পের ধারা ভেঙে দর্শকদের সামনে ভিন্ন কিছু নিয়ে আসছে।

ওয়েব ফিল্মের গল্প এমন, লুনা নামের একজন সুন্দরী তরুণী তার নিখোঁজ যমজ বোনের হদিস পেতে মির্জার কাছে সাহায্য চাইতে আসে। আপাতদৃষ্টিতে সাদামাটা একটি কেস ধীরেধীরে পরিণত হয় এক বিপদজনক গোলক ধাঁধায়। যেখানে রয়েছে এক ভয়ঙ্কর মাফিয়া, একজন সন্দেহপ্রবণ পুলিশ কর্মকর্তা আর কিছু ভয়ঙ্কর গোপন সত্য।

পরিচালক সুমন আনোয়ার তার ‘রাতারগুল’, ‘কালাগুল’ এবং ‘সদরঘাটের টাইগার’-এর মতো কাজের জন্য সুপরিচিত। ‘মির্জা’তেও তিনি নিজের মুন্সিয়ানা ধরে  রেখেছেন। ফিল্মটিতে রহস্য, হিউমার এবং বাস্তব জীবনের এক অদ্ভুত রসায়ন তৈরি করেছেন, যা গোয়েন্দা ঘরানায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা যাচ্ছে।

মোশাররফ ছাড়াও ওয়েব ফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পারসা ইভানা,  জুনায়েদ বোগদাদী, খালিদ হাসান রুমি, রাসেল, মামুন, অরণ্য, সৌমি, সামিরা, দোয়েল, বর্না, ঐশী এবং শিবলু।

বলা ভালো, ‘মির্জা’ একটি জটিল গল্পের গোয়েন্দা আখ্যান। আপনি যখনই ভাববেন সব বুঝে গেছেন, ঠিক তখনই মির্জা এমন কিছু দেখাবে যা কখনও আপনার চিন্তায় ছিল না।

উল্লেখ্য, মির্জা দেখা যাবে ২৩ মে থেকে শুধুমাত্র বঙ্গ-তে।  

/সিবি/
সম্পর্কিত
‘ইনসাফ ২’-এর প্রস্তুতি শুরু!
‘ইনসাফ ২’-এর প্রস্তুতি শুরু!
ইনসাফ: নকল পোস্টার ও অগণিত ফর্মুলার ছবি, রেটিং ৫/১০
সিনেমা সমালোচনাইনসাফ: নকল পোস্টার ও অগণিত ফর্মুলার ছবি, রেটিং ৫/১০
‘তাণ্ডব’-এর শো বাড়ানোর অনুরোধ
‘তাণ্ডব’-এর শো বাড়ানোর অনুরোধ
প্রতিটি শহরে আব্বাসের একেকজন স্ত্রী!
প্রতিটি শহরে আব্বাসের একেকজন স্ত্রী!
বিনোদন বিভাগের সর্বশেষ
কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে সংগীত প্রতিযোগিতা
কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে সংগীত প্রতিযোগিতা
এবার তিনি কবি!      
এবার তিনি কবি!      
আবার শুরু...
আবার শুরু...
উপমার ‘শেষ ভালোবাসা’
উপমার ‘শেষ ভালোবাসা’
দিলীপ কুমারকে যেভাবে স্মরণ করলেন সায়রা বানু
দিলীপ কুমারকে যেভাবে স্মরণ করলেন সায়রা বানু