X
রবিবার, ১২ মে ২০২৪
২৯ বৈশাখ ১৪৩১

মুসলিমদের ওপর নিষেধাজ্ঞা প্রশ্নে ট্রাম্পের সুর বদল!

বিদেশ ডেস্ক
১২ মে ২০১৬, ০৮:৪৮আপডেট : ১২ মে ২০১৬, ০৮:৫০
image

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবার বোধহয় গোটা বিশ্বের মুসলিমদের নিয়েই সুর নরম করার সিদ্ধান্ত নিয়েছেন। ফক্স নিউজ রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশে মুসলিমদের ওপর যে নিষেধাজ্ঞার কথা বলেছিলেন সেটি একটি সুপারিশ মাত্র এবং তা সাময়িক সময়ের জন্য। অন্য মুসলিমদের বাদ দিয়ে কেবল লন্ডনের মেয়র সাদিক খানকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়ার কথা বলে প্রত্যাখ্যাত হওয়ার পর এমন অবস্থান নিয়েছেন ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প গত বছর প্যারিস হামলার পর যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। সম্প্রতি টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে লন্ডনের নবনির্বাচিত মুসলিম মেয়র সাদিক খান উদ্বেগ প্রকাশ করেছিলেন, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে ধর্মবিশ্বাসের কারণে তিনি হয়তো যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে পারবেন না।মেয়র নির্বাচনে সাদিকের জয়ের পর তার ব্যাপারে ট্রাম্পের অবস্থান কী হবে তা জানতে চায় নিউ ইয়র্ক টাইমস। ট্রাম্প জানান, সাদিক খান সে নিষেধাজ্ঞার আওতায় থাকবেন না। তবে ট্রাম্পের এই প্রস্তাবে খুশি না হয়ে ক্ষোভ জানান সাদিক খান। খানের ক্ষেত্রে তা থাকবে না; ট্রাম্পের এমন মন্তব্যের জবাবে তিনি বলেন,‘এটি কেবল আমার প্রবেশাধিকারের বিষয় নয়, এটি আমার বন্ধু-স্বজন, পরিবার এবং বিশ্বে আমার মতো একই ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে আসা মানুষদের প্রবেশাধিকারের বিষয়।’
সাদিকের কাছ থেকে সাড়া না পেয়ে বুধবার ফক্স নিউজ রেডিওকে ট্রাম্প বলেন, গত বছর তিনি মুসলিমদের ওপর যে নিষেধাজ্ঞার কথা বলেছিলেন তা একটি প্রস্তাব মাত্র। তার দাবি, এ নিষেধাজ্ঞা সাময়িকভাবে আরোপের প্রস্তাব করেছিলেন তিনি। ট্রাম্প বলেন, ‘এটি সাময়িক নিষেধাজ্ঞা। এখনও এটি আরোপিত হয়নি। সংকটের ব্যাপারে বিস্তারিত তথ্য না পাওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞার প্রস্তাব দেওয়া হয়েছিল।’
উল্লেখ্য, ট্রাম্প সিরিয়া-ইরাক সহ বিভিন্ন দেশের অভিবাসীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য বহুদিন থেকেই সমালোচিত হয়ে আসছেন। গত নভেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেন। এ নিয়ে বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েন তিনি। নিজ দেশ এমনকি নিজের দল রিপাবলিকানের সদস্যদের পক্ষ থেকেও ওই বক্তব্যের নিন্দা জানানো হয়।

সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা
দেশে সংকট সৃষ্টির চেষ্টা চলছে: ওবায়দুল কাদের
আটলান্টায় বন্দুকযুদ্ধে সশস্ত্র ব্যক্তি নিহত, ৩ পুলিশ কর্মকর্তা আহত
সর্বশেষ খবর
মেয়ের সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে ফলে এগিয়ে মেম্বার মা
মেয়ের সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে ফলে এগিয়ে মেম্বার মা
‘মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত রোহিঙ্গা প্রত্যাবাসনে দেরির অজুহাত হতে পারে না’
‘মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত রোহিঙ্গা প্রত্যাবাসনে দেরির অজুহাত হতে পারে না’
গোপালগঞ্জে তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ
গোপালগঞ্জে তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ
জিপিএ-৫ না পাওয়ায় গলায় ফাঁস
জিপিএ-৫ না পাওয়ায় গলায় ফাঁস
সর্বাধিক পঠিত
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
আজ বিশ্ব মা দিবস
আজ বিশ্ব মা দিবস
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না