X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

হারিকেন ম্যাথিউ’র আঘাতে নিহত ২৬

বিদেশ ডেস্ক
০৬ অক্টোবর ২০১৬, ১৭:১৫আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১৭:২১

হারিকেন ম্যাথিউ’র আঘাতে নিহত ২৬ শক্তিশালী হারিকেন ‘ম্যাথিউ’ ক্যারিবীয় দেশ হাইতি, কিউবা ও ডমিনিকাল রিপাবলিকে আছড়ে পড়েছে। এ হারিকেনের আঘাতে নিহত হয়েছেন অন্তত ২৬ জন। এরমধ্যে ২২ জনই নিহত হয়েছেন হাইতিতে। ওই অঞ্চলে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি এখন যুক্তরাষ্ট্রের বাহামাস ও ফ্লোরিডা উপকূলের দিকে সরে যাচ্ছে। ম্যাথিউয়ের প্রভাবে যুক্তরাষ্ট্রে ১৫ লাখেরও বেশি মানুষ ঘর ছেড়েছেন। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মঙ্গলবার কিউবা অভিমুখে যাওয়ার সময় হারিকেন ম্যাথিউ হাইতি ও ডমিনিকান রিপাবলিকে সজোরে আঘাত করে। এর তাণ্ডবে হতাহতের ঘটনা ঘটে। ঝড়টিকে তার তীব্রতা অনুযায়ী ‘ক্যাটাগরি ৪’ বলে উল্লেখ করা হয়েছে।

ঘণ্টায় ২৩০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং প্রবল বৃষ্টিপাত নিয়ে হারিকেনটি হাইতিতে আঘাত হানে। এটি দেশটিতে গত এক দশকের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। এই ক্ষয়ক্ষতির জন্য দেশটির বহুল প্রতীক্ষিত প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করা হয়েছে।

ম্যাথিও’র প্রভাবে হাইতিতে প্রবল বৃষ্টিপাত ও প্রলয়ঙ্কারী বাতাস বয়ে গেছে। এতে অঞ্চলটির দরিদ্রতম দেশটিতে অবর্ণনীয় ক্ষতি হয়েছে।

হারিকেন ম্যাথিউ’র আঘাতে নিহত ২৬

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুইলাউমে অ্যালবার্ট মোলেওন বলেন, এটি একটি আংশিক চিত্র। আমাদের হাতে এখনও তথ্য আসছে। আমরা অত্যন্ত সতর্ক রয়েছি। তবে পরিস্থিতি যথেষ্ট আশঙ্কাজনক বলে মনে হচ্ছে।

তিনি জানান, ইতোমধ্যে ২৫ জন আহত ও ৮ জনের কলেরায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে গ্রান্ডে অ্যানসের সঙ্গে ১৮ ঘন্টা ধরে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠার পর মৃতের সংখ্যা আরও বেড়ে যাওয়ার খবর জানা যেতে পারে বলে কর্তৃপক্ষ আশঙ্কা করছে।

হারিকেন ম্যাথিউ’র আঘাতে নিহত ২৬

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নগরী জেরেমিতে হেলিকপ্টার দিয়ে প্রাথমিক পর্যবেক্ষণের পর জানা গেছে, বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রাকৃতিক দুর্যোগটির কারণে প্রধান প্রধান কৃষি জমি ধ্বংস হয়ে গেছে এবং বন্যার পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। একটি সেতু ধসে যাওয়ার পর জরুরি ত্রাণ তৎপরতা স্থগিত রয়েছে।

এই সেতুটির মাধ্যমে পোর্ট-অ-প্রিন্স ও দক্ষিণাঞ্চলীয় উপদ্বীপের সঙ্গে সংযোগ স্থাপন করা হয়েছিল। নদীগুলোর পানি উপচে বাইপাস সড়কগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

হাইতির নাগরিক সুরক্ষা সংস্থার পরিচালক ম্যারি আলটা জ্যঁ-ব্যাপ্টিস্তে মার্কিন বার্তা সংস্থা এপি-কে বলেন, ‘এখনই ক্ষয়ক্ষতির সব হিসাব পাওয়া যাবে না। দক্ষিণে ব্যাপক ধ্বংসের খবর জানা যাচ্ছে।’

ফ্লোরিডার গভর্নর রিক স্কট জানান, যে কোনও ধরনের দুর্ঘটনা মোকাবেলায় তারা প্রস্তুত। ইতোমধ্যে এলাকাবাসীকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র: আল জাজিরা, বিবিসি, দ্য গার্ডিয়ান।

/এমপি/

সম্পর্কিত
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেফতার
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
যে দর্শনে পাকিস্তানকে কোচিং করাতে চান গিলেস্পি
যে দর্শনে পাকিস্তানকে কোচিং করাতে চান গিলেস্পি
‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
বাংলাদেশ নারী ক্রিকেট দলটপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ওষুধের দোকানের সামনে পড়ে থেকে মৃত্যু, বাড়িতে মাতম
গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ওষুধের দোকানের সামনে পড়ে থেকে মৃত্যু, বাড়িতে মাতম
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?