X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

গর্ভপাত ও সমকামী বিবাহবান্ধব সুপ্রিম কোর্ট চান হিলারি

বিদেশ ডেস্ক
১০ অক্টোবর ২০১৬, ১২:৫৮আপডেট : ১০ অক্টোবর ২০১৬, ১৩:১৭

হিলারি ক্লিনটন
৮ নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় প্রেসিডেন্সিয়াল বিতর্কের মুখোমুখি হয়েছেন হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় সেন্ট লুইসে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এই বিতর্কে গর্ভপাত ও সমকামী বিয়ের পক্ষে নিজের অবস্থানের কথা জানান হিলারি ক্লিনটন। ডেমোক্রেট দলীয় এ প্রার্থী বলেন, তিনি এমন একটি সুপ্রিম কোর্ট চান যেটি গর্ভপাত এবং সমকামী বিবাহের অনুমোদন দেবে।

সাবেক এ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি এমন একটি সুপ্রিম কোর্ট চাই যারা নারীদের তাদের মতো করে বাছাইয়ের অধিকার দেবে।

হিলারি অভিযোগ করেন, তার রিপাবলিকান দলীয় প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প গর্ভপাতের অধিকার বিলোপ করতে চান।

১৯৭৩ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের এক রুলিং অনুযায়ী দেশটিতে গর্ভপাত আইনত বৈধ।

এদিকে রবিবারের বিতর্কে হিলারি ক্লিনটন দম্পতিকে হিংস্র ভাষায় আক্রমণ করেন ট্রাম্প। এ সময় তিনি হিলারিকে কারাগারে পাঠানোর ইচ্ছার কথাও জানান। এমনকি মঞ্চে ওঠার পর পরস্পরের সঙ্গে করমর্দনও করেননি দুই প্রার্থী।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ই-মেইল কেলেঙ্কারির জন্য হিলারির কারাগারে থাকা উচিত। নির্বাচনে বিজয়ী হলে তিনি হিলারির বিষয়ে তদন্ত চালাতে একজন স্পেশাল প্রসিকিউটর নিয়োগ দেবেন।

ট্রাম্পের এমন মন্তব্যের জবাবে হিলারি বলেন, ট্রাম্প যা বলেছেন সেটা একেবারেই মিথ্যা। এতে আমি বিস্মিত হইনি। এটা বরং খুবই ভালো হয়েছে যে, ট্রাম্পের মতো একজন বদমেজাজি লোক আমাদের দেশের সর্বময় কর্তা হতে পারেন না। হিলারির এমন বক্তব্যের মাঝপথেই ফের হিলারিকে জেলে পাঠানো উচিত বলে মন্তব্য করেন ট্রাম্প।

হিলারি ক্লিনটন এবং ডোনাল্ড ট্রাম্প

শুক্রবার প্রকাশিত ট্রাম্পের ২০০৫ সালের ব্যাপক সমালোচিত ওই ভিডিও নিয়ে প্রশ্ন তোলেন অ্যান্ডারসন কুপার। তবে আত্মপক্ষ সমর্থন করে ট্রাম্প উল্টো তীব্র আক্রমণ করেন হিলারি দম্পতিকে।

নারীদের সঙ্গে নিজের যে কোনও ধরনের যৌন অসদাচরণের কথা অস্বীকার করেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান দলীয় এ প্রার্থী বলেন, ২০০৫ সালের অশালীন মন্তব্য নিয়ে তিনি গর্বিত নন। তবে রাজনীতির ইতিহাসে বিল ক্লিনটন সবচেয়ে বেশি নারী নির্যাতন চালিয়েছেন। যৌন নিপীড়নের ঘটনায় বিল ক্লিনটনের বিরুদ্ধে কোনও ফৌজদারী ব্যবস্থা নেওয়া হয়নি।

ট্রাম্পের আলোচিত ভিডিও ফুটেজের বিষয়ে হিলারি বলেন, আমার মনে হয় এই ভিডিওটি যারা দেখেছেন, তাদের কাছে বিষয়টি পরিষ্কার। তাকে সমর্থন দিতে রিপাবলিকান পার্টির অনেক নেতারাও এরইমধ্যে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি আসলেই কেমন এটা তারই প্রতিনিধিত্ব করে। নারীদের অবমাননা করার জন্য তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

বিতর্কে উঠে আসে ট্রাম্পের কর ফাঁকি দেওয়ার বিষয়টিও। তবে অভিযোগ প্রত্যাখ্যান করে ট্রাম্প বলেন, হিলারির বন্ধু ওয়ারেন বাফেটের চেয়ে তিনি কোটি কোটি ডলার বেশি কর পরিশোধ করেছেন। এ সময় হিলারি ক্ষমতায় এলে জনগণের ওপর বাড়তি করের বোঝা চাপিয়ে দেবেন বলে মন্তব্য করেন ট্রাম্প। তার ভাষায়, ‘হিলারি আপনাদের কর বাড়িয়ে দিতে যাচ্ছেন।’ সূত্র: স্পুটনিক ইন্টারন্যাশনাল, সিএনএন, বিবিসি, আল জাজিরা।

/এমপি/

সম্পর্কিত
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
সর্বশেষ খবর
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
সর্বাধিক পঠিত
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ