X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

পুলিশের সঙ্গে সংঘর্ষে এক কাশ্মিরি তরুণের মৃত্যু

বিদেশ ডেস্ক
২২ অক্টোবর ২০১৬, ১০:৩৬আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ১০:৪০
image

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বাড়গাম জেলায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এক তরুণের মৃত্যু হয়। পুলিশের দাবি, ওই তরুণ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। তবে স্থানীয় জনগণ জানিয়েছেন, কাঁদানে গ্যাসের কারণেই তার মৃত্যু হয়।

বাড়গাম জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ঢিল ছুড়ছেন এক কাশ্মিরি নারী

শুক্রবার চলমান আন্দোলনের ১০৫তম দিনে জুমার নামাজের পর জেলার নাসরুল্লাহ পোরা এবং মিরগুন্ড গ্রামে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। স্থানীয় পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, নিহত তরুণের নাম জুনায়েদ আহমেদ। তাকে গুরুতর অবস্থায় ঝিলাম ভ্যালি কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে।

হাসপাতালের ডাক্তারদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তার শরীরে আঘাতের কোনও চিহ্ন নেই। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। তবে স্থানীয়রা অভিযোগ করেন, কাঁদানে গ্যাসের কারণে দম বন্ধ হয়ে ওই তরুণ মারা গেছে।

পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য জেলার নওহাট্টা এলাকায় ‘কারফিউ-র মতো’ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জুলাই মাসে আন্দোলন শুরুর পর থেকে ১৫ সপ্তাহ ধরে নওহাট্টা জামিয়া মসজিদে জুমার নামাজ পড়ানো নিষিদ্ধ রয়েছে।

শ্রীনগরের রাওয়ালপোরা এবং বুরজুল্লাহ এলাকায়ও জুমার নামাজের পর পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। পুলিশ লাঠি চার্জ করে এবং পাভা শেল নিক্ষেপ করে।

দক্ষিণ কাশ্মিরের ত্রাল, তাহতাব এবং পুলওয়ামা জেলার আরও কয়েকটি এলাকায়ও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন।

বুরহানের মৃত্যুতে বিক্ষোভে ফেটে পড়ে কাশ্মির

প্রসঙ্গত, ৮ জুলাই অনন্তনাগের কোকেরনাগ এলাকায় সেনা ও পুলিশের বিশেষ বাহিনীর যৌথ অভিযানে হিজবুল কমান্ডার বুরহান ওয়ানিসহ তিন হিজবুল যোদ্ধা নিহত হন। বুরহান নিহতের খবর ছড়িয়ে পড়লে কাশ্মির জুড়ে উত্তেজনা শুরু হয়। বিক্ষুব্ধ কাশ্মিরিদের দাবি, বুরহানকে ‘ভুয়া এনকাউন্টারে’ হত্যা করা হয়েছে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রথমে পুলওয়ামা ও শ্রীনগরের কিছু অঞ্চলে কারফিউ জারি করা হয়। পরবর্তীতে বিক্ষোভ আরও জোরালো হলে পুরো কাশ্মিরজুড়ে কারফিউ সম্প্রসারিত হয়। পরে চলতি মাসের ১৫ তারিখ পুরো উপত্যকা থেকে কারফিউ প্রত্যাহার করা হয়।

চলমান সংঘর্ষে অন্তত ৮৫ জন কাশ্মিরি বিক্ষোভকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় সাড়ে ১৩ হাজার মানুষ। এর মধ্যে সাড়ে সাত হাজারেরও বেশি কাশ্মিরি বিক্ষোভকারী।

সূত্র: ট্রিবিউন ইন্ডিয়া।

/এসএ/

সম্পর্কিত
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
মিয়ানমারের ৩৮ শরণার্থীকে ফেরত পাঠালো ভারত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা