X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানের মার্কিন ঘাঁটিতে তালেবানের হামলা, নিহত ৪

বিদেশ ডেস্ক
১২ নভেম্বর ২০১৬, ১৪:৪৭আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১৪:৪৮
image

বারগামকে বারবার লক্ষ্যবস্তু বানাতে চেয়েছে তালেবান আফগানিস্তানের সবচেয়ে বড় মার্কিন বিমানঘাঁটিতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিস্ফোরণে অন্তত ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন। বিস্ফোরণের দায় স্বীকার করেছে তালেবান।

স্থানীয় জেলা গভর্নর হাজি শুকরের বরাত দিয়ে হতাহতের খবর নিশ্চিত করেছে বিবিসি। ন্যাটোর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাও হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছে। তবে হতাহতরা কে কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি।

ন্যাটোর বরাত দিয়ে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে,  শনিবার সন্ধ্যায় কাবুলের উত্তরে অবস্থিত বাগরামের সুরক্ষিত মার্কিন বিমানঘাঁটিতে বিস্ফোরণ হয়।  শীতের শুরুতে তালেবান যখন পশ্চিমা লক্ষবস্তুতে হামলার গতি বাড়িয়েছে, ঠিক তখন এই হামলা হলো।

সামরিক জোট ন্যাটোর এক সংক্ষিপ্ত বিবৃতির সূত্র দিয়ে আলজাজিরা জানিয়েছে, ‘বাগরাম বিমানঘাঁটিতে এক বিস্ফোরণে বেশকিছু মানুষ হতাহত হয়েছে। এতে ৪ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন।’

তালেবানের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, তাদের একজন আত্মঘাতী হামলাকারী এই বিস্ফোরণ ঘটিয়েছেন। তালেবানের একজন মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বিবিসিকে বলেছেন, বিস্ফোরণটি ঘটানো হয়েছে বিমানঘাঁটির ডাইনিং এরিয়াতে (যেখানে খাবার খাওয়া হয়)। এতে মার্কিন বাহিনীতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন তিনি।

আলজাজিরা লিখেছে, সামরিক জোট ন্যাটো আফগানিস্তানে সমন্বিত অভিযান সমাপ্তির ঘোষণা দেওয়ার দুই বছর পর ধারাবাহিক বিস্ফোরণের এইসব ঘটনা সেখানকার নিরাপত্তা ব্যবস্থার ভয়াবহ দুর্বলতাকেই নির্দেশ করে। আফগানিস্তানে এখনও ১০,০০০ মার্কিন সেনা রয়েছে। এদের একটা বড় অংশ রয়েছে বাগরামের বিমানঘাঁটিতে।

গত বৃহস্পতিবার উত্তরের শহর মাজার-ই-শরীফে বিস্ফোরক-বোঝাই এক লরি নিয়ে জার্মান কনস্যুলেটে ঢুকে পড়ে এক আত্মঘাতী। এ ঘটনায় ৪ জন নিহত হয়। আহত হয় ১২৮ জন।

গত বছর ডিসেম্বরে এক তালেবান আত্মঘাতী হামলাকারী আফগানিস্তানের সবচেয়ে বড় মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালায়। এ ঘটনায় ৬ জন নিহত হন। ২০১৫ সালে এটি ছিল বিদেশি সেনাদের ওপর হামলার বড় ঘটনাগুলোর অন্যতম।   

/বিএ/

সম্পর্কিত
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
সর্বশেষ খবর
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি