X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

জাপানে সুনামি সতর্কতা প্রত্যাহার

বিদেশ ডেস্ক
২২ নভেম্বর ২০১৬, ১৫:১০আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ১৫:১১
image

জাপানে সুনামি সতর্কতা প্রত্যাহার পূর্ব এশিয়ান দ্বীপরাষ্ট্র জাপানে শক্তিশালী ভূমিকম্প এবং পরবর্তী দুই আফটার শকের পর জারি করা সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে। এদিকে ফুকশিমার একটি পারমাণবিক চুর্লি ভূমিকম্প ও সুনামিজনিত কারণে আঘাতপ্রাপ্ত, হয়েছে বলে টেলিগ্রাফে খবর প্রকাশিত হয়েছিল, সেই পারমাণবিক চুল্লি আঘাতের পরও কার্যকর রয়েছে বলে জানা গেছে। কোনও ক্ষয়ক্ষতি হয়নি। 
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ ১.৪ মিটার উচ্চতাসহ কয়েকটি সুনামি শনাক্ত করা হলেও তা ভয়া্বহ ছিল না। ফলে তেমন কোনও ক্ষতি হয়নি কারও। তবে সুনামি সতর্কতা জারির পর উপকূলের হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে তারা।

বিবিসির খবরে আরও বলা হয়েছে, ফুকুশিমা পারমাণবিক চুল্লির কাছাকাছি অঞ্চলে একটি ১ মিটারের সুনামি আঘাত হানলেও পরে মন্ত্রীপরিষদের মুখ্য সচিব জানিয়েছেন, 'সেখানে কোনও ক্ষতি হয়নি'। এ ঘটনায় এখনও পর্যন্ত ৩ জন আহত হওয়ার খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
জাপান মেট্রোলজিক্যাল এজেন্সির বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো প্রথমে জানায়, সকাল ৬টার দিকে ৭.৩ মাত্রার এ ভূকম্পন অনুভূত হয়। এর পরই সুনামি সতর্কতা জারি করা হয় ফুকুশিমা এলাকায়। পরে মাত্রা সংশোধন করে মেট্রোলজিক্যাল সংস্থা জানায়, রিকটার স্কেলে এটি ছিল ৭.৪ মাত্রার ভূমিকম্প। এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস ভূমিকম্পের মাত্রা ৭.৩ বললেও পরে তা কমিয়ে ৬.৯ বলে জানায়। তারা জানিয়েছে ফুকুশিমা উপকূলে সৃষ্ট এ ভূমিকম্পের গভীরতা ছিলো ভূপৃষ্ট থেকে ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে। ইউএসজিএস ভূমিকম্পের মাত্রা নামিয়ে আনলেও সুনামির আশঙ্কা অব্যাহত রাখে তখনও পর্যন্ত।

জাপানের মেট্রোলজিক্যাল এজেন্সির বরাত দিয়ে টেলিগ্রাফ  উপকূলীয় অঞ্চলে সুনামি আঘাত হানার খবর দিয়েছিল।  ফুকুশিমার পারমাণবিক চুল্লির কাছাকাছি প্রথম আঘাতটি ছিল জাপানের স্থানীয় সময় সাল সাড়ে ছয়টার দিকে। সেন্দাইয়ে আঘাত হানা ১.৪ মিটার উচ্চতার সুনামিকেই এ পর্যন্ত সর্বোচ্চ বলছে জাপানের মেট্রোলজিক্যাল এজেন্সি। জাপানের স্থানীয় সময় সকাল ৮টার দিকে ওই আঘাত অনুভূত হয়।  ইউএসজিএস আভাস দিয়েছে, সুনামির মাত্রা ৩ মিটার পর্যন্ত হতে পারে।  

এরআগে বার্তা সংস্থা এএফপি ও এপি জানিয়েছে, ভূমিকম্পটির ১০ কিলোমিটার গভীর উৎপত্তিস্থলের কাছাকাছি এলাকায় তিন মিটার বা ১০ ফুটের কাছাকাছি জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে। ঘটনার পরপরই ফুকুশিমাসহ পূর্ব উপকূলে সুনামির আশঙ্কা করা হচ্ছে। তাই ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

সর্বশেষ ২০১১ সালে ভয়াবহ সুনামিতে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়ে জাপান। ওই বছরের ১১ মার্চ রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান; উপকূল ছাপিয়ে উঠে আসা সাগর ভাসিয়ে নিয়েছিল পূর্ব জাপানের বেশ কয়েকটি প্রদেশের জীবন আর জনপদ। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় ফুকুশিমার পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি চুল্লি।

ভয়াবহ সেই ধ্বংসযজ্ঞে প্রাণ হারান ১৫ হাজার ৮৯৪ জন। আরও ২ হাজার ৫৬১ জনের কোনো খোঁজ মেলেনি। তেজস্ক্রিয়ায় ভারি হয়ে ওঠে বাতাস, উদ্বাস্তু হয় লাখো মানুষ।

/বিএ/

সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
সর্বশেষ খবর
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস