X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

নিহত রুশ রাষ্ট্রদূতের শেষকৃত্যে অংশ নেবেন পুতিন

বিদেশ ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৬, ২১:২৬আপডেট : ২১ ডিসেম্বর ২০১৬, ২১:৩২

ভ্লাদিমির পুতিন তুরস্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভ-এর শেষকৃত্যে অংশ নেবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার এ শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন থেকে প্রেসিডেন্টের এতে যোগদানের খবর নিশ্চিত করা হয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ সংবাদমাধ্যম তাস’কে বলেন, আন্দ্রেই কারলভ-এর শেষকৃত্যে অংশ নিতে প্রেসিডেন্ট তার বার্ষিক একক সংবাদ সম্মেলন স্থগিত করেছেন।

দিমিত্রি পেসকভ জানান, পরিবর্তিত সূচি অনুযায়ী স্থানীয় সময় শুক্রবার দুপুরে পুতিনের পূর্বনির্ধারিত বার্ষিক একক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। গুরুত্বপূর্ণ এ সংবাদ সম্মেলনে প্রায় চার ঘণ্টা ধরে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন রুশ প্রেসিডেন্ট।

এর আগে মঙ্গলবার বিকালে আন্দ্রেই কারলভের মরদেহ আঙ্কারা থেকে বিমানযোগে মস্কো পৌঁছায়। এ সময় রাশিয়ার রাষ্ট্রীয় পতাকায় মোড়ানো ছিল তার মরদেহবাহী কফিন। বিমানবন্দরে অপেক্ষমান ছিল মস্কো থেকে পাঠানো একটি বিশেষ বিমান। ছয়জন তুর্কি সেনা গার্ড অব অনার দিয়ে ওই কফিন বহন করে নিয়ে যান বিমানে ওঠানোর জন্য।

তুরস্কে আন্দ্রেই কারলভকে শেষ বিদায় জানাতে হাজির হন আঙ্কারার শীর্ষ কূটনীতিকরা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন তুরস্কের উপ-প্রধানমন্ত্রী তুগরুল তুর্কস। তুরস্ক মুসলিম অধ্যুষিত দেশ হলেও কারলভকে শেষ বিদায় জানানোর জন্য রাশিয়ান অর্থোডক্স পাদ্রীদের উপস্থিতিতে প্রার্থনার আয়োজন করা হয়।

এ সময় কারলভকে ‘তুরস্ক-রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের শাশ্বত প্রতীক’ বলে বর্ণনা করেন তুগরুল তুর্কস।

২০১৩ সাল থেকে তুরস্কে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন আন্দ্রেই কারলভ। সোমবার ‘তুর্কিদের চোখে রাশিয়া’ শিরোনামের প্রদর্শনীতে বক্তব্য দেওয়ার সময় কারলভকে গুলি করা হয়। বিবিসি জানিয়েছে, হামলাকারী ‘আল্লাহ আকবর’ ও ‘আলেপ্পোর কথা ভুলে যেও না’ বলে চিৎকার করেছে। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কারলভকে হামলাকারী মেভলুট মার্ট আলটিনটাস-এর জন্ম ১৯৯৪ সালে। রুশ রাষ্ট্রদূতকে হত্যার পর নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় আলটিনটাস।

এখনও পর্যন্ত আলটিনটাসের সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের জড়িত থাকার কথা জানা যায়নি। তবে রাশিয়া ও তুরস্ক দুই দেশই এই হামলাকে ‘প্ররোচনা’ বলে অভিহিত করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘সন্দেহাতীতভাবে এটি দ্বিপক্ষীয় সম্পর্ককে স্বাভাবিক করার প্রক্রিয়া’ এবং ‘সিরিয়ায় শান্তি প্রক্রিয়া’কে ব্যাহত করার লক্ষ্যে করা হয়েছে।

আন্দ্রেই কারলভের হত্যার পেছনে মূল হোতা কে, তা খুঁজে বের করতে রাশিয়া ও তুরস্ক উভয় দেশই সম্মত হয়েছে। এ লক্ষ্যে রাশিয়ার উচ্চপদস্থ ১৮ জন তদন্তকারী মঙ্গলবার তুরস্কে পৌঁছেছেন। সূত্র: আনাদোলু এজেন্সি, আল জাজিরা, বিবিসি।

/এমপি/

সম্পর্কিত
ব্রিটিশ নিশানায় হামলার হুমকি রাশিয়ার
জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র, ২ ইউক্রেনীয় নিরাপত্তা কর্মকর্তা আটক
পুতিনের পঞ্চম মেয়াদের শপথ অনুষ্ঠান বয়কট করলেন পশ্চিমা নেতারা
সর্বশেষ খবর
নিলামে উঠছে ম্যারাডোনার গোল্ডেন বল
নিলামে উঠছে ম্যারাডোনার গোল্ডেন বল
ভরিতে সোনার দাম বাড়লো ৪৫০০ টাকা
ভরিতে সোনার দাম বাড়লো ৪৫০০ টাকা
চট্টগ্রাম কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু
চট্টগ্রাম কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু
মতিঝিলে ২০০ মিটার রাস্তা অবৈধ দখলমুক্ত
মতিঝিলে ২০০ মিটার রাস্তা অবৈধ দখলমুক্ত
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট