X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বেলফেস্টে নারী-পুরুষ গুলিবিদ্ধ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৭, ০৪:৫৫আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ০৫:০৫

ওয়েস্ট বেলফাস্টের এ ঘরেই গুলিবিদ্ধ হন দু’জন

নেদারল্যান্ডসের পশ্চিম বেলফেস্টে পঞ্চাশোর্ধ্ব দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়েছেন। এদের মধ্যে এক নারী ও আরেক পুরুষ। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে দেশটির নরগলেন প্যারেসের পাশের একটি বাসায় এ গুলি ঘটনা ঘটে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছ।

জানা গেছে, উভয়কেই পায়ে গুলি করেছে দুর্বৃত্তরা। পরে তাদের উদ্ধার করে রয়েল ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

প্যাট শিহান নামের এক প্রত্যক্ষদর্শী বিবিসি রেডিওকে জানান, ‘ ঘরের ভেতরে ঢুকে তাদের ওপরে গুলি চালায় দুর্বৃত্তরা। তবে তাদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরও এখনও এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।’

তবে এ ঘটনা নতুন নয় জানিয়ে তিনি আরও বলেন, ‘গত ছয় থেকে নয় মাসের মধ্যে ওই এলাকায় আরও কয়েক ব্যক্তি একই ভাবে পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।’

ওয়েস্ট বেলফেস্টের এমএলএ অ্যালেক্স অ্যাটউড এধরনের বন্দুক হামলাকে ‘অ্যাক্ট অব টাইরানি’ নামে অভিহিত করেছেন।

তিনি বলেন, ‘এ ঘটনার মাধ্যম বোঝা যাচ্ছে এসব দুর্বৃত্তদের কাছে কেউ নিরাপদ নয়। যারা সব সময় অস্ত্র সঙ্গে রাখে।’

দেশটির অ্যালায়েন্স পার্টির আইন বিষয়ক মুখপাত্র ট্রেভর লুন বলেন, ‘আমরা আবারও এ ঘটনার মাধ্যমে বেলফেস্টের রাস্তায় বন্দুক দেখলাম।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের আক্রমণের ঘটনা বারবার মেনে নেওয়া যায় না। এর পেছনে যেই বা যারা থাকুক না কেন তাদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে।’

/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি