X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ন্যাটোকে আবারও ‘অচল’ বললেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৯ জানুয়ারি ২০১৭, ১৩:০৩আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ১৩:০৫
image

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোকে আবারও ‘অচল’ বলে উল্লেখ করেছেন। তিনি ন্যাটোর সদস্য দেশগুলোর বিরুদ্ধে কাঙ্ক্ষিত মাত্রায় অনুদান না দেওয়ারও অভিযোগ করেন।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিয়াস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি অনেক আগে থেকেই বলে আসছি, ন্যাটো-তে অনেক সমস্যা রয়েছে। প্রথমত, এটি অচল হয়ে গেছে, এই কাঠামোটা বহু বছরের পুরনো। দ্বিতীয়ত, এর সদস্য দেশগুলো নিজেদের ভাগের অর্থায়নটুকুও ঠিকমতো করছেন না।’

তিনি আরও বলেন, ‘ন্যাটোর অনেক দেশই, নিজেদের ভাগের অনুদানটুকু দিচ্ছে না। আমার মতে, তা যুক্তরাষ্ট্রের প্রতি পক্ষপাতদুষ্ট।’

এর আগেও বিভিন্ন সময়ে ট্রাম্প ওই সামরিক জোটকে ‘অচল’ বলে উল্লেখ করেছেন। নির্বাচনী প্রচারণার সময় সামরিক জোট ন্যাটোকে ‘অচল সংস্থা’ বলে উল্লেখ করে ট্রাম্প ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের সরে আসা উচিত বলে উল্লেখ করেছিলেন। ন্যাটো জোটের কোনও সদস্য রাষ্ট্রের উপর আক্রমণ সংস্থাটির সকল সদস্য রাষ্ট্রের উপর আক্রমণ বলে বিবেচনা করা হয়। কিন্তু ট্রাম্প বলেন, তার নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রকে যদি সঠিকভাবে তার প্রাপ্য বুঝিয়ে না দেওয়া হয়, তাহলে আক্রমণের শিকার কোনও মিত্র দেশের সহায়তা দেওয়ার বিষয়ে দ্বিতীয়বার ভাববেন তিনি। ট্রাম্পের দাবি, ন্যাটোর ব্যয়ভারের ৭০ শতাংশই বহন করে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি নিউ ইয়র্কে ব্রিটিশ ও জার্মান দৈনিক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ন্যাটো অনেক, অনেক বছর আগেই তার কার্যকারিতা হারিয়েছে। ন্যাটো অচল, কারণ সন্ত্রাস মোকাবিলায় তা কিছুই করছে না।’ ন্যাটো জোটের ২৮ সদস্যের মধ্যে বেশিরভাগ দেশই নিজেদের দায়িত্ব পালন করছে না বলে ট্রাম্প উল্লেখ করেন।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট। 

/এসএ/

সম্পর্কিত
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
সর্বশেষ খবর
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
সর্বাধিক পঠিত
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ