X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

ট্রাম্পের নির্দেশ: বৃহস্পতিবার তুরস্কে যাচ্ছেন সিআইএ প্রধান

বিদেশ ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৩৮আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৪০
image

‘কৌশলগত মৈত্রী’ জোরদারে সিআইএ প্রধানকে তুরস্ক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বার্তা সংস্থা এপি খরবটি নিশ্চিত করেছে।  তারা জানিয়েছে, আসছে বৃহস্পতিবার ট্রাম্পের নির্দেশে তুরস্কে যেতে পারেন সিআইএ’র নতুন পরিচালক মাইক পম্পেও।

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রবজ তায়িব এরদোয়ানের ফোনালাপের সময় এই সিদ্ধান্ত হয়। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো জানিয়েছে, ফোনালাপে ট্রাম্প তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘কৌশলগত মৈত্রী’র প্রসঙ্গ উল্লেখ করেন।   

পলিটিকোর খবরে এপির বরাত দিয়ে বলা হয়েছে, সিআইএ’র নতুন পরিচালক মাইক পম্পেও তুরস্ক সফরে গিয়ে নিরাপত্তা ইস্যু, যুক্তরাষ্ট্রভিত্তিক তুর্কি ধর্মপ্রচারক ফেতুল্লা গিলান, সিরীয় কুর্দি ওয়াইপিজি বাহিনীর প্রতি সমর্থন দেওয়া-না দেওয়ার ব্যাপারে আলোচনা হবে।

একইভাবে তুরস্কের সরকারী সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিআইএ’র নতুন পরিচালক মাইক পম্পেও সিরীয় কুর্দি বাহিনী ওয়াইপিজিকে নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার তুরস্ক সফর করতে পারেন। ট্রাম্পের সঙ্গে ফোনালাপের সময় এরদোয়ান তাকে আহ্বান জানিয়েছেন যেন যুক্তরাষ্ট্র সিরীয় কুর্দি ওয়াইপিজি বাহিনীকে সমর্থন না দেয়। এই বাহিনীকে সমর্থনের প্রশ্নেই ওবামা প্রশাসনের সঙ্গে এরদোয়ানের টানাপোড়েন সৃষ্টি হয়েছিল।

পম্পেও-এর সফরে তুর্কি ইসলামী চিন্তাবিদ ফেতুল্লাহ গুলেনের যুক্তরাষ্ট্রভিত্তিক নেটওয়ার্ককে মোকাবেলার ব্যাপারেও আলোচনার কথা রয়েছে। জুলাইয়ে তুরস্কের অভ্যুত্থান প্রচেষ্টার জন্য গুলেনকে দায়ী করা হয়ে থাকে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়িব এরদোয়ানের মধ্যে ওই ফোনালাপ সম্পন্ন হয়। রয়টার্সের খবরে বলা হয়, মঙ্গলবার দুই দেশের নেতা ফোনে বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছেন। সিরিয়ায় একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা, আইএস নির্মুল এবং শরণার্থী সংকট এবং সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ের ইস্যুগুলো প্রাধান্য পেয়েছে তাদের আলোচনায়।

/বিএ/

সম্পর্কিত
রাইসির মৃত্যুতে লাভ কার?
নিহত রাইসি: তদন্তে নামছে ইরান, ইসরায়েলিদের উচ্ছ্বাস
যুদ্ধাপরাধের অভিযোগনেতানিয়াহু ও সিনওয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার উদ্যোগ আইসিসির
সর্বশেষ খবর
স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে চলেছে রকমারি ডট কম
স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে চলেছে রকমারি ডট কম
বিছানায় পড়ে ছিল স্ত্রীর লাশ, ঘরের আড়ায় ঝুলছিলেন স্বামী
বিছানায় পড়ে ছিল স্ত্রীর লাশ, ঘরের আড়ায় ঝুলছিলেন স্বামী
রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জন্মদিন আজ
রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জন্মদিন আজ
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...