X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

পুতিনের বিরুদ্ধে নির্বাচনে লড়তে পারবেন না রুশ বিরোধী দলের নেতা

বিদেশ ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১০:১৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১০:১৮
image

আলেক্সেই নাভালনি রাশিয়ার প্রধান বিরোধী দলের নেতা আলেক্সেই নাভালনি অর্থ আত্মসাতের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। এর ফলে আগামী বছর রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেন্ডেন্ট জানাচ্ছে, ৪০ বছর বয়সী রাশিয়ার সরকারবিরোধী আন্দোলনের সুপরিচিত এই নেতা

টেলিগ্রাফের খবরে বলা হয়, বুধবার কিরোভ শহরের একটি আদালতে এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়। বিচারক অ্যালেক্সেই ভিতিউরিন প্রায় পাঁচ লাখ ডলার আত্মসাতের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করেন।

নাভালনিকে এর আগে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। বিচারক নাভালনির পূর্বের রায় স্থগিত করে প্রায় আট হাজার ৫০০ ডলার জরিমানা করেছেন।

অর্থ আত্মসাতের এই মামলায় তিনি ২০১৩ সালে প্রথম দণ্ডপ্রাপ্ত হন। তখন রাশিয়ার একটি আদালত কাঠ বিক্রি থেকে সরকারি অর্থ আত্মসাতের দায়ে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।

পরবর্তীতে মানবাধিককার বিষয়ক ইউরোপীয় আদালত তার প্রথম বিচারে ‘সুষ্ঠু শুনানি’ হয়নি বলে অভিযোগ জানালে, পুনরায় শুনানি অনুষ্ঠিত হয় মামলাটির।

তবে নাভালনি তার ওপর আনা সকল অভিযোগ অস্বীকার করে এসব অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেছেন। তার দাবি, ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে তাকে দূরে রাখতেই পরিকল্পিত এই দণ্ডাদেশ দেওয়া হয়।

আলেক্সেই বলেন, ‘রাজনীতি থেকে আমাকে দূরে সরিয়ে রাখার জন্যই এমন অভিযোগ আনা হয়েছে।’ রাশিয়ার আদালতের প্রতি অনাস্থা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আন্তজার্তিক মানবাধিকার সংস্থা যেন এই অভিযোগ বিচারের দায়িত্ব নেয়।’

উল্লেখ্য, রুশ আইনে কেউ আদালতে অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত হলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না।

তবে আদালতের রায়ের পরও তিনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আশাবাদী। রুশ সংবিধান অনুযায়ী, কারাগারে না থাকা যে কোনও ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারেন। তিনি এ বিষয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন।  

২০১১ ও ২০১২ সালে আলেক্সেই পুতিন সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করতে সক্ষম হন। ২০১৩ সালে মস্কোর মেয়র নির্বাচনের ঠিক আগমুহূর্তে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তোলা হয়।

মামলার অভিযোগপত্রে বলা হয়, নাভালনি এক কাঠ বিক্রির ঘটনা থেকে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। উত্তর রাশিয়ার কিরোভ অঞ্চলে ওই চুক্তির সময় নাভালনি স্থানীয় সরকারের অবৈতনিক উপদেষ্টা ছিলেন।

সূত্র: ইনডিপেন্ডেন্ট, আলজাজিরা।

/এসএ/ 

সম্পর্কিত
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে চায় রাশিয়া
ইউক্রেনের শান্তি আলোচনায় আমন্ত্রণ পায়নি রাশিয়া: সুইজারল্যান্ড
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা