X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

‘বেশিরভাগ মানুষেরই উচ্চশিক্ষা গ্রহণ করা ঠিক নয়’

বিদেশ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:৩৫আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:৩৯

গ্র্যান্ট কার্ডন লেখাপড়া করে যে, গাড়ি-ঘোড়া চড়ে সে। এ কথার সঙ্গে আমরা সবাই কমবেশি পরিচিত। অথচ সম্পূর্ণরূপে নিজের চেষ্টায় কোটিপতি বনে যাওয়া মার্কিন নাগরিক গ্র্যান্ট কার্ডন বলছেন, বেশিরভাগ মানুষেরই ‘উচ্চশিক্ষা গ্রহণের জন্য কলেজে যাওয়া উচিত কাজ নয়’। তার এমন অভিমতের পেছনের অন্যতম কারণ উচ্চশিক্ষায় মার্কিনিদের ব্যয় অস্বাভাবিক পরিমাণে বেড়ে যাওয়া। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি নিউজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এ খবর দিয়েছে।
খবরে বলা হয়, সিএনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে কার্ডন শিক্ষা খাতের ব্যয় ও এ সংক্রান্ত বিষয়ে করণীয় সম্পর্কে নিজের মতামত তুলে ধরেছেন। এ বিষয়ে কার্ডন বলেন, কলেজ শিক্ষার্থীদের মোট ঋণের পরিমাণ ১.৩ ট্রিলিয়ন। গোটা আমেরিকায় ক্রেডিট কার্ডে যত ঋণ আছে, তার চেয়েও এই পরিমাণ বেশি। কলেজ শিক্ষার্থীদের জন্য ঋণের এই কর্মসূচি অত্যন্ত অদ্ভুতুড়ে।’
টিউশন ফি বেড়ে যাওয়ার কারণে যুক্তরাষ্ট্রে এখন প্রতিটি শিক্ষার্থীর ওপর মাথাপিছু ঋণের পরিমাণ ২৭ হাজার মার্কিন ডলারেরও বেশি। সব মানুষের যে উচ্চশিক্ষা গ্রহণ করা উচিত নয়, কার্ডনের এমন অভিমতের পেছনে এটিও একটি কারণ। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, কোনও একজন মানুষের জীবনে দ্বিতীয় বৃহত্তম খরচের খাতে পরিণত হয়েছে উচ্চশিক্ষা (সবচেয়ে বেশি খরচের খাতটি হলো বাড়ি কেনা)। এটি নিয়েও বিরক্ত কার্ডন।
গ্র্যান্ট কার্ডন নিজে পাঁচ বছর কলেজে পড়েছেন। তবে আরও কম সময় তিনি কলেজে কাটাতে পারলে খুশি হতেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘কলেজে পাঁচ বছর থাকতেই হবে, এমন নয়। আপনি ওই পাঠ্যক্রম আড়াই বছরেও শেষ করতে পারেন। কারণ, অর্থের অপর নাম সময়। তাছাড়া, আপনি যদি কলেজ থেকে বের হয়ে গিয়ে বলেন যে আপনি চার বছরের বদলে দুই বছরে কলেজের লেখাপড়া শেষ করেছেন, সেটা অন্যদের মুগ্ধ করবে। সেটা আপনার অর্জিত একাডেমিক ফলাফলকেও ছাড়িয়ে যাবে।
নিজের সন্তানদের লেখাপড়া প্রসঙ্গে কাডর্ডন বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আমার সন্তানদের বলেছি, তারা তিনটি কলেজে পড়ালেখা করতে পারে। তারা এমন নামি কলেজে পড়ালেখা করতে পারে যেখানে তারা নেটওয়ার্ক গড়ে তুলতে পারবে। গুরুত্বপূর্ণ হলো— বুশ পরিবার কোথায় যাচ্ছে, ওবামা পরিবার কোথায় যাচ্ছে? গুরুত্বপূর্ণ হলো— বড় বড় প্রভাবশালী ব্যক্তিরা কোথায় যাচ্ছেন।’
কার্ডন আরও বলেন, ‘আমি চাই যে আমার সন্তানেরা কলেজে যাক। তবে সেটা শিক্ষা গ্রহণের জন্য নয়। আমি চাই তারা কলেজে গিয়ে মানুষের সঙ্গে মিশতে থাকুক, তারা বড় বড় প্রভাবশালীদের সঙ্গে সংযুক্ত থাকুক। আমি বলব সেই পুরনো প্রবাদটি, ‘তুমি কী জানো সেটা নয়, তুমি কাকে কাজে জানো সেটাই গুরুত্বপূর্ণ’। এই প্রবাদটি আজকের দিনের জন্যও প্রযোজ্য।’

আরও পড়ুন-

সমুদ্রের পানিতে কমছে অক্সিজেন

স্বতন্ত্র ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার নীতি থেকে সরে আসলেন ট্রাম্প

/টিআর/

সম্পর্কিত
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?