X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ইরানে আটক ব্রিটিশ বন্দির মুক্তি চাইলেন টিউলিপ

অদিতি খান্না, যুক্তরাজ্য
০৩ মার্চ ২০১৭, ১৮:৩৮আপডেট : ০৩ মার্চ ২০১৭, ১৯:৪০

টিউলিপ সিদ্দিক ইরানে আটক নিজ নির্বাচনি এলাকার এক বন্দির মুক্তির দাবি জানিয়েছেন লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনের এমপি টিউলিপ। একইসঙ্গে তার প্রতি সহানুভূতি প্রদর্শন এবং নিরাপদে তার মুক্তিতে সাহায্য করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

২০১৬ সালের এপ্রিল থেকে ইরানের কারাগারে বন্দি রয়েছেন নাজানিন জাগহারি র‍্যাটক্লিফ নামের ৩৩ বছরের ওই নারী। এর আগে সরকার উৎখাতের প্রচেষ্টার অভিযোগে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

নারী দিবস উপলক্ষ্যে ব্রিটিশ পার্লামেন্টের এক অনুষ্ঠানে এ বিষয়ে কথা বরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। তিনি বলেন, ওয়েস্ট হ্যাম্পস্টেড এলাকায় আমার কাছ থেকে ১০ মিনিট দূরত্বে তার বসবাস। তার জীবন আমার চেয়ে খুব আলাদা ছিল না।

টিউলিপ সিদ্দিক বলেন, ‘আমি একজন নারী এমপি। আরেক নারী এমপি প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করছি নাজানিন-এর জন্য কিছু করুন। তাকে ওয়েস্ট হ্যাম্পস্টেড-এ ফিরিয়ে আনুন।’

ওয়েস্ট হ্যাম্পস্টেড-এর এমপি টিউলিপ বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন তিনি একজন হৃদয়বান নেতা হতে চান। সমবেদনা দেখানোর যদি একটা সময় থেকে থাকে তবে সেটা হচ্ছে এখন।’

নাজানিন জাগহারি র‍্যাটক্লিফ ছুটিতে মা-বাবার সঙ্গে দেখা করতে গিয়ে গ্রেফতার হন। তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়; টিউলিপের ভাষায়, যে অভিযোগে তাকে দণ্ড দেওয়া হয় তা ছিল অসত্য।

কারান্তরীণ অবস্থায় তার স্বাস্থ্যেরও অবনতি হচ্ছে বলে জানা গেছে। টিউলিপ সিদ্দিক বলেন, ‘ইরানের চিকিৎসকরা বলেছেন বড় ধরনের ক্ষতি হওয়ার আগেই তার দ্রুত চিকিৎসা প্রয়োজন।’

তিনি আইনি প্রতিনিধিত্ব এবং পরিবারের সঙ্গে যোগাযোগের অভাব অনুভব করছেন। জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী এটি নির্যাতনের শামিল।

নাজানিন জাগহারি র‍্যাটক্লিফ একটি  দাতব্য সংস্থায় কর্মরত। ২০১৬ সালের এপ্রিলে নিজের কন্যা সন্তানকে নিয়ে দেশত্যাগের সময় তাকে গ্রেফতার করে ইরানের কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে আইন ভঙ্গের যে কোনও অভিযোগ নাকচ করে দিয়েছে নাজানিনের পরিবারের সদস্যরা।

নাজানিন জাগহারি র‍্যাটক্লিফ-এর স্বামী রিচার্ড র‍্যাটক্লিফ বর্তমানে লন্ডনে আছেন। তবে তাদের দুই বছরের কন্যাসন্তান এখনও ইরানেই আছে। সেখানে নানা-নানীর তত্ত্বাবধানে রয়েছে সে।

/এমপি/

সম্পর্কিত
‘বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা ৩ শতাংশ বিবেচনা করা হবে’
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
খুদে ক্রিকেটারদের ৬০ হাজার টাকার শিক্ষাবৃত্তি দিলো প্রাইম ব্যাংক
খুদে ক্রিকেটারদের ৬০ হাজার টাকার শিক্ষাবৃত্তি দিলো প্রাইম ব্যাংক
মে থেকে  বাংলাদেশে ফ্লাইট শুরু করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স
মে থেকে বাংলাদেশে ফ্লাইট শুরু করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স
ইলেক্ট্রোলাইট পানীয় কী? কখন খাবেন?
ইলেক্ট্রোলাইট পানীয় কী? কখন খাবেন?
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু