X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

শপথ নিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ

বিদেশ ডেস্ক
১৯ মার্চ ২০১৭, ১৬:২১আপডেট : ১৯ মার্চ ২০১৭, ১৭:১৪
image

শপথগ্রহণ করছেন যোগী আদিত্যনাথ লক্ষ্ণৌ শহরে ৯৬ একর জায়গার ওপর নির্মিত স্মৃতি উপবনে শত মানুষের বসার ব্যবস্থা করা হয় বিশাল মঞ্চে। সেখানে স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে শপথগ্রহণ করেন নতুন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

একই মঞ্চে নতুন মুখ্যমন্ত্রী ও দুই উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌ‌র্য ও দীনেশ শর্মাসহ ৪৬ সদস্যের মন্ত্রিপরিষদ শপথগ্রহণ করে। এর মধ্যে ২২ জন পূর্ণ মন্ত্রী। মুসলিম সম্প্রদায় থেকে সাবেক ক্রিকেটার মহসিন রাজা মন্ত্রিপরিষদে স্থান পাচ্ছেন।
শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও এল. কে. আদভানি, মুরলি মনোহর যোশির মতো জ্যেষ্ঠ বিজেপি নেতারা উপস্থিত ছিলেন।  

২২ কোটি মানুষের আবাস উত্তর প্রদেশে ২১তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন যোগী আদিত্যনাথ।

রবিবার সকালে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির জ্যেষ্ঠ নেতা ভেঙ্কাইয়া নাইডু বলেছেন, ‘সকল সম্প্রদায়ের মানুষ যোগী আদিত্যনাথকে স্বাগত জানিয়েছেন। এটাই আমাদের গণতন্ত্রের স্পন্দন।’  

শপথগ্রহণের পরই আদিত্যনাথ মন্ত্রিপরিষদ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে প্রথমসারিতে না থাকলেও শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে শনিবার উত্তর প্রদেশের দায়িত্ব যোগী আদিত্যনাথের হাতেই তুলে দেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। এর আগে টানা পাঁচবার উত্তর প্রদেশের গোরক্ষপুর আসন থেকে জয়ী হয়েছেন তিনি। জাতপাতের হিসেব মাথায় রেখে রাজ্যে কেশবপ্রসাদ মৌ‌র্য ও দীনেশ শর্মাকে উপমুখ্যমন্ত্রী করা হয়েছে।

মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ নিশ্চিত করার পর যোগী প্রতিক্রিয়ায় জানান, নরেন্দ্র মোদির ‘সবকা সাথ সবকা বিকাশ’ নীতিতেই তিনি দায়িত্ব পালন করবেন।

এবারের বিধানসভা নির্বাচনে ৪০৩ আসনের মধ্যে ৩১২টি আসনে জয় পেয়েছে বিজেপি। ১৯৭৭ সালের পর এটাই বিধানসভা নির্বাচনে সবচেয়ে বড় ব্যবধানে জয়। এবার মাত্র ২৫ জন মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছেন। যেখানে মোট ভোটারদের ১৮ শতাংশই মুসলিম। আসনের হিসেবে মুসলিমদের প্রতিনিধিত্ব ৬ শতাংশেরও কম।

সূত্র: এনডিটিভি।

/এসএ/বিএ/ 

সম্পর্কিত
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
মিয়ানমারের ৩৮ শরণার্থীকে ফেরত পাঠালো ভারত
সর্বশেষ খবর
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
তিন মাঠে সাকিব, মোসাদ্দেক, জাকিরের তাণ্ডব
তিন মাঠে সাকিব, মোসাদ্দেক, জাকিরের তাণ্ডব
খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম