X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

আবারও আফগান সীমান্ত খুলে দেওয়ার নির্দেশ নওয়াজের

বিদেশ ডেস্ক
২০ মার্চ ২০১৭, ১৭:৩৩আপডেট : ২০ মার্চ ২০১৭, ১৭:৩৬

তোরখাম সীমান্ত এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর ‌আবারও আফগানিস্তান সংলগ্ন সীমান্ত খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সোমবার (২০ মার্চ) তিনি এ নির্দেশ দেন।

গত ১৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাল শাহবাজ কালান্দার সুফি মাজারে বোমা বিস্ফোরণে ৭০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার পর অনির্দিষ্টকালের জন্য আফগানিস্তান সংলগ্ন তোরখাম সীমান্ত বন্ধ করে দেয় পাকিস্তান সরকার। নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে সীমান্তটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। আর তাতে দুই দেশের মধ্যকার দুই বড় পারাপার বলে বিবেচিত তোরখাম ও চাম্মানে হাজার হাজার মানুষ এবং পণ্যবাহী লরি আটকা পড়ে।

এই প্রেক্ষাপটে সোমবার নওয়াজ শরিফের কার্যালয় থেকে এক বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, ‘মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা এ সিদ্ধান্ত নিচ্ছি।’

এর আগে মার্চের শুরুর দিকে দুইদিনের জন্য সীমান্তটি খুলে দেওয়া হয়েছিল। দুই দেশের বৈধ ভিসাধারী পর্যটকদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল তখন।

তোরখাম সীমান্তে নতুন করে নির্মিত পাকিস্তান গেইটটি চালু হয় গত বছরের আগস্টে। এ গেইট নির্মাণকে কেন্দ্র করে গত বছর আফগান ও পাকিস্তানি বাহিনীর মধ্যে সংঘর্ষও হয়েছে। ওই ঘটনায় দুই পক্ষের চার সেনা সদস্য নিহত হয়। সেসময় ছয়দিনের জন্য তোরখাম সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছিল।  

সর্বশেষ ফেব্রুয়ারিতে সুফি মাজারে বোমা বিস্ফোরণের পর সীমান্তটি বন্ধ করে দেওয়া হয়।






পাকিস্তানের সিন্ধু প্রদেশের শেহওয়ান এলাকার লাল শাহবাজ কালান্দার নামের সুফি মাজারে আত্মঘাতী বোমা হামলায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছে। পাকিস্তানে শতাব্দী ধরে সুফিবাদ চর্চা হয়ে আসছে। লাল শাহবাজ কালান্দার হলো দেশটির সবচেয়ে সম্মানিত সুফি মাজার।

/এফইউ/




 

সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা