X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

মোমবাতি মিছিলে শামিল হতে লন্ডনবাসীর প্রতি সাদিক খানের আহ্বান

অদিতি খান্না, যুক্তরাজ্য
২৩ মার্চ ২০১৭, ১৬:০৪আপডেট : ২৩ মার্চ ২০১৭, ১৬:০৫
image

সাদিক খান যুক্তরাজ্যের পার্লামেন্টের হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত মোমবাতি মিছিলে শামিল হতে লন্ডনবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন শহরের মেয়র সাদিক খান। আন্তর্জাতিক মান সময় বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে ট্রাফালগার স্কয়ারে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মেয়র সাদিক খানের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মরণ করতে, তাদের পরিবার ও প্রিয়জনের প্রতি সমবেদনা জানাতে সবাইকে একত্রিত হয়ে সংহতি প্রকাশের জন্য মেয়র আহ্বান জানাচ্ছেন। বিশ্ব জানবে, আমরা ঐক্যবদ্ধ এবং উন্মুক্ত বলে যে মূলবোধ রয়েছে তা ধারণ করার প্রতি আগের চেয়ে আরও বেশি অঙ্গীকারবদ্ধ আমরা।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘লন্ডন বিশ্বের বৃহত্তম শহর। সন্ত্রাসবাদের কারণে আমরা ভীত হব না। যারা আমাদের ক্ষতি করতে চায়, আমাদের জীবন-যাপনকে বিধ্বস্ত করতে চায় তাদের বিরুদ্ধে আমরা একসঙ্গে রুখে দাঁড়াব। আমরা এভাবে সবসময় আছি, সবসময় থাকব।’

উল্লেখ্য, টেমস নদীর ওপর ওয়েস্টমিনস্টার ব্রিজ। এর দক্ষিণ প্রান্ত গিয়ে যুক্ত হয়েছে পার্লামেন্ট এলাকায়। অপর প্রান্তে নানা দর্শনীয় স্থাপনা। বুধবার সেই ওয়েস্টমিনস্টার সেতুর ওপর দিয়ে পার্লামেন্টের দিকে আসার পথে সজোরে গাড়ি চালিয়ে তা পথচারীদের ওপর উঠিয়ে দেন হামলাকারী। সেসময় বেশ কয়েকজন হতাহত হন। পরে গাড়িটি পার্লামেন্টের নিরাপত্তাবেষ্টনীতে গিয়ে আঘাত হানে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, হামলাকারী ৮ ইঞ্চি ছুরি নিয়ে পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করেন। নিরাপত্তারক্ষীরা বাধা দিলে এক পুলিশ সদস্যের ওপর ছুরিকাঘাত করেন তিনি। তখন পুলিশ হামলাকারীকে গুলি করে তাকে রুখে দেয়। গুলিতে নিহত হয় হামলাকারী।

/এফইউ/

সম্পর্কিত
‘বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা ৩ শতাংশ বিবেচনা করা হবে’
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
বাড্ডায় মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ছয় জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ
বাড্ডায় মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ছয় জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ
দুই আনক্যাপড ক্রিকেটারকে নিয়ে প্রোটিয়াদের বিশ্বকাপ দল 
দুই আনক্যাপড ক্রিকেটারকে নিয়ে প্রোটিয়াদের বিশ্বকাপ দল 
লাশের সুরক্ষায় আইন প্রণয়ন ও কঙ্কাল চুরি প্রতিরোধে ব্যবস্থা নিতে রুল
লাশের সুরক্ষায় আইন প্রণয়ন ও কঙ্কাল চুরি প্রতিরোধে ব্যবস্থা নিতে রুল
চার মামলায় বিএনপি নেতা সোহেলের জামিন, তবে কারামুক্তি মিলছে না
চার মামলায় বিএনপি নেতা সোহেলের জামিন, তবে কারামুক্তি মিলছে না
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা
সোনার দাম১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা