X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

রাশিয়ায় মেট্রো স্টেশনে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১১

বিদেশ ডেস্ক
০৪ এপ্রিল ২০১৭, ০২:১১আপডেট : ০৪ এপ্রিল ২০১৭, ০২:১৯

রাশিয়ায় মেট্রো স্টেশনে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১১ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের মেট্রো স্টেশনে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন ৪৫ জন। কর্মকর্তাদের বরাত দিয়ে হতাহতের এ সংখ্যা জানিয়েছে রাশিয়াভিত্তিক সংবাদমাধ্যম স্পুটনিক নিউজ।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, বিস্ফোরণের কারণ খুঁজছে রাশিয়া। প্রাথমিকভাবে একে ‘জঙ্গি হামলা’ বলে সন্দেহ করা হচ্ছে। ফেসবুকে দেওয়া এক পোস্টে এ বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ।

হামলার পর স্থানীয় গভর্নর অফিস থেকে বলা হয়েছিল, এ ঘটনায় ১০ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে। তবে এর কিছুক্ষণ পরে এক বিবৃতিতে রাশিয়ার ন্যাশনাল অ্যান্টি-টেরোরিজম কমিটি (এনএসি) জানায়, ‘সেন্ট পিটার্সবার্গ মেট্রো বিস্ফোরণের ঘটনায় ৯ জন নিহত ও ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। আহতদের কারও কারও অবস্থা গুরুতর। আহতদের সবাইকে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।’ রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ওই বিস্ফোরণে ৪৭ জন আহত হওয়ার কথা জানিয়েছেন। সর্বশেষ বিবিসি ও স্পুটনিক-এর প্রতিবেদনে বলা হয়, ওই হামলায় নিহতের সংখ্যা ১১ জনে দাঁড়িয়েছে।

ন্যাশনাল অ্যান্টি-টেরোরিজম কমিটি (এনএসি) দাবি করেছে, ‘অচেনা বিস্ফোরক’ ব্যবহৃত হয়েছে রেল স্টেশনের ওই বিস্ফোরণ ঘটাতে। তারা জানিয়েছে, সোমবার ট্রেনটি যখন সেন্ট পিটার্সবার্গ মেট্রোর তেখনোলোজিচেস্কি ইন্সটিটিউট এবং সেনায়া প্লোশচাদ এর মধ্যকার স্টেশনগুলোতে চলাচল করছিল তখন ওই বিস্ফোরণ হয়।

এনএসি বলছে, সেন্ট পিটার্সবার্গ সিস্টেমের অপর এক স্টেশনে আরেকটি গণবিধ্বংসী বিস্ফোরক পাওয়া গেছে অবিস্ফোরিত অবস্থায়। এই প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, বিস্ফোরণের পেছনকার সম্ভাব্য সব কারণ খুঁজে দেখা হবে। তবে সবার আগে বিবেচনা করা হবে, হামলাটি জঙ্গি হামলা কিনা।  

এক বিবৃতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, সন্ত্রাসবাদসহ সম্ভাব্য সব কারণকে মাথায় রেখে তদন্ত চলবে। পুতিন বলেন, ‘তদন্তই সব বলবে। সম্ভাব্য সব দিক মাথায় রেখে তদন্ত চালাব আমরা। তবে শুরুতেই আমরা দেখতে চাইব, হামলাটি সন্ত্রাসবাদী ধারার কিনা।’

ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’কে জানান, ঘটনার সময় পুতিন সেন্ট পিটার্সবার্গেই ছিলেন। বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেনকোর সঙ্গে বৈঠক করতে তিনি সেন্ট পিটার্সবার্গ যান।

এদিকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের মেট্রো স্টেশনে বিস্ফোরণকে কারণ দেখিয়ে দেশটিতে বসবাসরত মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।সোমবার রাশিয়ায় অবস্থিত মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এ ভ্রমণ সতর্কতা দেওয়া হয়। বলা হয়, মার্কিন নাগরিকদের বিস্ফোরণের এলাকাগুলো এড়িয়ে চলা উচিত। সূত্র: বিবিসি, ইন্ডিপেনডেন্ট।

/এমপি/

সম্পর্কিত
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
এপি'র সাংবাদিককে গ্রেফতার করলো রাশিয়া
সর্বশেষ খবর
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
বাংলাদেশের আম নিতে চায় চীন
বাংলাদেশের আম নিতে চায় চীন
গাজীপুর-নীলফামারীর দুই হাসপাতালে দুদকের অভিযান
গাজীপুর-নীলফামারীর দুই হাসপাতালে দুদকের অভিযান
এলপিএলের ড্রাফটে চার বাংলাদেশি
এলপিএলের ড্রাফটে চার বাংলাদেশি
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ