X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

কূলভূষণের মৃত্যুদণ্ডের পরিণতি হবে ভয়াবহ: পাকিস্তানকে ভারতের হুঁশিয়ারি

বিদেশ ডেস্ক
১১ এপ্রিল ২০১৭, ১৯:২৫আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ১৯:২৯
image

কূলভূষণ ও সুষমা গুপ্তচরবৃত্তির অভিযোগে সাবেক ভারতীয় নৌ কর্মকর্তা কূলভূষণ যাদবের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে পাকিস্তানকে চরম পরিণাম ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। কূলভূষণ যাদবের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে ভারত সরকার সব ধরনের ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে খবরটি জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ৩ মার্চ কূলভূষণকে বেলুচিস্তানের মাসকেল এলাকা গ্রেফতার করা হয়। পাকিস্তানে নাশকতা ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। সোমবার (১০ এপ্রিল) পাকিস্তানের সেনা প্রধান জাভেদ বাওজা সামরিক আদালতে কূলভূষণের ফাঁসির রায় চূড়ান্ত করেন। আর এ নিয়ে মঙ্গলবার (১১ এপ্রিল) ভারতের পার্লামেন্টে তুমুল আলোচনা হয়।  সেসময় পাকিস্তানের বিরুদ্ধেক্ষোভ জানিয়ে সুষমা স্বরাজ বলেন, ‘আমি পাকিস্তান সরকারকে সতর্ক করে দিয়ে বলতে চাই, এ ব্যাপারে তারা যদি আর এগোয়, তাহলে দ্বিপাক্ষিক সম্পর্কে যে প্রভাব পড়বে, সেটা যেন তারা চিন্তা করে।’

কূলভূষণ যাদবের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে তা ‘পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে বিবেচিত হবে বলেও উল্লেখ করেন সুষমা।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ফাঁসি রুখতে যত দূর যাওয়ার সম্ভব, তত দূরই যাবে ভারত সরকার। রাজনাথ বলেন, ‘ভারত এই প্রাণদণ্ডের রায়ের কঠোর নিন্দা করছে। এক্ষেত্রে আইন ও বিচারের বুনিয়াদি রীতিনীতিগুলিও মানা হয়নি। আমি পার্লামেন্টকে প্রতিশ্রুতি দিচ্ছি, কুলভূষণ যাদব যাতে বিচার পান, তা নিশ্চিত করতে যা কিছু করা দরকার, সরকার তাই করবে।’

ভারত স্বীকার করেছে কূলভূষণ একজন সাবেক নৌবাহিনীর কর্মকর্তা। তবে সরকারের কোনও কর্মকাণ্ডে কূলভূষণের জড়িত থাকার কথা অস্বীকার করেছে ভারত। 

/এফইউ/

সম্পর্কিত
আমি মুসলিম ও ইসলামবিরোধী নই: মোদি
লোকসভা নির্বাচন: বিপুল ভোটে জিততে যে পরিকল্পনা মোদি ও বিজেপির
লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট দিলেন মোদি
সর্বশেষ খবর
নিলামে উঠছে ম্যারাডোনার গোল্ডেন বল
নিলামে উঠছে ম্যারাডোনার গোল্ডেন বল
ভরিতে সোনার দাম বাড়লো ৪৫০০ টাকা
ভরিতে সোনার দাম বাড়লো ৪৫০০ টাকা
চট্টগ্রাম কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু
চট্টগ্রাম কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু
মতিঝিলে ২০০ মিটার রাস্তা অবৈধ দখলমুক্ত
মতিঝিলে ২০০ মিটার রাস্তা অবৈধ দখলমুক্ত
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট