X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

নিশ্চিতভাবেই আসাদ বিষাক্ত রাসায়নিকের হামলায় জড়িত: যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১২ এপ্রিল ২০১৭, ১৬:০০আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ১৬:০০
image

নিশ্চিতভাবেই আসাদ বিষাক্ত রাসায়নিকের হামলায় জড়িত: যুক্তরাষ্ট্র

সিরিয়ার ইদলিব প্রদেশের রাসায়নিক গ্যাসের হামলায় আসাদ সরকারের সংশ্লিষ্টতা সম্পর্কে নিশ্চিত যুক্তরাষ্ট্র; দাবি করেছেন ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। আগেও তারা এমন হামলা চালিয়েছে বলে দাবি করেন ম্যাটিস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, মঙ্গলবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে ম্যাটিস এসব কথা বলেছেন।

সিরিয়ার স্থানীয় সময় শুক্রবার ভোররাতের দিকে হোমস প্রদেশের আল-শায়রাত বিমানঘাঁটিতে আছড়ে পড়ে ৫৯টি মার্কিন ক্ষেপণাস্ত্র। ওই বিমানঘাঁটিতে বিপুল পরিমাণ রুশ সেনার উপস্থিতি থাকলেও হতাহতের মধ্যে কোনও রুশ সেনা ছিল না। আবার হতাহতের সংখ্যার সঙ্গে হামলার ব্যাপকতাও সাজুয্যপূর্ণ মনে হয়নি। ৫৯টি ক্ষেপণাস্ত্রের হামলায় নিহত হয় কেবল ৬ জন সিরীয় সেনা। ম্যাটিস বলেন, রাসায়নিক গ্যাস হামলার ব্যাপারে স্বাধীনভাবে তদন্ত হয়েছে। আর এই হামলার সিদ্ধান্ত ও হামলার জন্য সিরিয়ান সরকারই দায়ী।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর দাবি, হামলার জবাবে সিরিয়ার বিমানঘাঁটিতে টমহক মিসাইল হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ম্যাটিস বলেন, ‘আমরা ভেবেছি তাদেরকে সামরিক জবাব দেওয়াই ঠিক হবে যেন পরবর্তীতে এমন কিছু না করে তারা।’ তিনি আরও বলেন, সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াই এখনো তাদের মূল বিবেচ্য।

তবে রাসায়নিক হামলার অভিযোগ অস্বীকার করে আসছে সিরিয়া ও রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিবির পুতিন জানান, যুক্তরাষ্ট্র আগেই ঠিক করে রেখেছিল যে তারা মিসাইল হামলা চালাবে। এজন্য রাসায়নিক হামলার নাটক তৈরি করে তারা।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরোভের সঙ্গে দেখা করতে মস্কো সফরে গেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসন। তার সফরের কয়েকঘন্টা আগেই এই মন্তব্য করেন পুতিন। তিনি বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে যে তারা এমন আরও পরিকল্পনা করছে। সিরিয়ার দামেস্কের দক্ষিণাঞ্চলে এমন কিছু করতে যাচ্ছে তারা যেন সিরিয়ান সরকারকে দোষারোপ করতে পারে।’ তবে তার এই বক্তব্যের পক্ষে কোনও প্রমাণ দেখাননি পুতিন।

ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর টিলারসনই প্রথম কোনও উচ্চপদস্থ কর্মকর্তা যিনি মস্কো সফর করছেন। রাশিয়ার সঙ্গে সম্পোর্কন্নয়ের উদ্দেশ্যে মস্কো সফর করলেও পরিস্থিতি এখন বেশ উত্তপ্ত। মঙ্গলবার জি-সেভেন সম্মেলনে টিলারসন বলেছিলেন তারা আশা করছেন আসাদ সরকারের প্রতি সমর্থন উঠিয়ে নেবে রাশিয়া। তিনি বলেন, ‘এটা এখন স্পষ্ট যে আসাদ পরিবারের ক্ষমতা ছাড়ার সময় এসে গেছে। আমরা আশা করছি রুশ সরকারও আসাদ সরকার থেকে তাদের সমর্থন উঠিয়ে নেবে।’

সূত্র: আল-জাজিরা

/এমএইচ/বিএ/

 

সম্পর্কিত
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ