X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

হ্যাক হয়েছিল ব্রেক্সিট নিয়ে গণভোটের ওয়েবসাইট!

অদিতি খান্না, যুক্তরাজ্য
১২ এপ্রিল ২০১৭, ১৯:৫৮আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ২০:০১

হ্যাক হয়েছিল ব্রেক্সিট নিয়ে গণভোটের ওয়েবসাইট! ২০১৬ সালের ২৩ জুন ব্রেক্সিট ইস্যুতে অনুষ্ঠিত গণভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দেন দেশটির ভোটাররা। তবে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে ব্রিটিশ এমপি’রা বলেছেন, ব্রেক্সিট নিয়ে গণভোটের প্রাক্কালে এ সংক্রান্ত ভোটার রেজিস্ট্রেশন ওয়েবসাইটটি হ্যাক হওয়ার ইঙ্গিত মিলেছে।

২০১৬ সালের ৭ জুন ছিল ব্রেক্সিট ইস্যুতে ভোটারদের রেজিস্ট্রেশনের শেষ দিন। কিন্তু শেষ সময়ে রেজিস্ট্রেশন সংক্রান্ত ওয়েবসাইটে সমস্যা দেখা দেয়। এটি কাজের অনুপযোগী হয়ে পড়ে। সে সময় ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয়, শেষ দিনে বিপুল সংখ্যক ভোটার একসঙ্গে রেজিস্ট্রেশন করতে চাওয়ায় সার্ভারে সমস্যা দেখা দিয়েছে। এ ঘটনায় ভোটার রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করে ব্রিটিশ সরকার।

যুক্তরাজ্যের হাউস অব কমন্সের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কমিটি’র প্রতিবেদনে অবশ্য বলা হয়েছে, একটি বিদেশি রাষ্ট্রের ওই সাইবার হামলা ব্রেক্সিট ইস্যুতে হওয়া গণভোটে তেমন প্রভাব ফেলেনি।

প্রতিবেদনে বলা হয়, আমরা ব্রেক্সিট নিয়ে গণভোটে বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা বাতিল করে দিচ্ছি না। তবে আমরা এটাও বিশ্বাস করি না যে,  ওই হস্তক্ষেপ গণভোটের ফলে প্রভাব বিস্তার করেছে। তবে ভবিষ্যতে যে কোনও নির্বাচনে একে টেকনিক্যাল সমস্যা হিসেবে বিবেচনায় নিয়ে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

ব্রেক্সিটের ভোটার রেজিস্ট্রেশন ওয়েবসাইটটি পরিচালনার দায়িত্বে ছিল যুক্তরাজ্যের কেবিনেট অফিস। এই হ্যাকিং-এর ব্যাপারে হতাশা প্রকাশ করে তারা বলছে, এই ‘মারাত্মক হস্তক্ষেপ’-এর বিষয়টি তখন তারা আঁচ করতে পারেনি।

কেবিনেট অফিসের এক বিবৃতিতে বলা হয়, ২০১৬ সালের জুনে ওয়েবসাইটটিতে যে বিভ্রাট দেখা গিয়েছিল; আমরা তার কারণ নিরূপণ করতে পেরেছি। ভোটার রেজিস্ট্রেশনের নির্ধারিত ডেডলাইনের আগে এটিকে অকেজো করে দেওয়া হয়। এখানে মারাত্মক হস্তক্ষেপেরও কোনও প্রমাণ নেই। তবে পুরো বিষয়টি পর্যালোচনা করা হয়েছে। এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে অনুষ্ঠিতব্য সব নির্বাচন এবং অনলাইন সার্ভিসের সুরক্ষা নিশ্চিত করা হবে।

হাউস অব কমন্সের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কমিটি’র প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য টেকনিক্যাল ও কম্পিউটার নেটওয়ার্কগুলোতে এ ধরনের সাইবার হামলার বিষয়টি অনুধাবন করছে।

প্রতিবেদনে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন-এরও সমালোচনা করা হয়েছে। এতে বলা হয়, ভবিষ্যৎ সরকারগুলোর উচিত যে কোনও বিতর্কিত বিষয়ে জাতিকে প্রতিশ্রুতি দেওয়ার আগে সে বিষয়ে ভালোভাবে চিন্তাভাবনা করা। বিশেষ করে তারা নিজেরা পছন্দ করেন না; এমন কোনও বিষয় বাস্তবায়নের ব্যাপারে নিজেকে প্রস্তুত না করে প্রতিশ্রুতি দেওয়া উচিত নয়। ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের ব্যাপারে অনুষ্ঠিত গণভোট নিয়েও কোনও যথাযথ পরিকল্পনা ছিল না। এ গণভোট দেশজুড়ে ব্যাপক বিতর্কের জন্ম দেয়; প্রধানমন্ত্রীর বিশ্বাসযোগ্যতাও বিনষ্ট করে।

/এমপি/

সম্পর্কিত
‘বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা ৩ শতাংশ বিবেচনা করা হবে’
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ব্যবসায়ীর
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ব্যবসায়ীর
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ