X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মেলানিয়া ট্রাম্পকে ক্ষতিপূরণ প্রদানে সম্মত ডেইলি মেইল

বিদেশ ডেস্ক
১২ এপ্রিল ২০১৭, ২৩:১১আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ০৩:০৫

মেলানিয়া ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প’কে যৌনকর্মী হিসেবে উল্লেখ করে সংবাদ প্রকাশের ঘটনায় ক্ষমা চেয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল। একইসঙ্গে এ ঘটনায় তাকে ক্ষতিপূরণ দিতেও রাজি হয়েছে পত্রিকাটি। তবে ক্ষতিপূরণ হিসেবে কী পরিমাণ অর্থ দেওয়া হবে তা এখনও নিশ্চিত নয়।

ক্ষতিপূরণ ছাড়াও ওই প্রতিবেদনে প্রকাশিত খবর সঠিক ছিল না বলেও ভুল স্বীকার করেছে ডেইলি মেইল। পত্রিকাটির অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনে ক্ষতিপূরণের আর্থিক মূল্য উল্লেখ করা হয়নি। তবে যুক্তরাজ্যভিত্তিক আরেক সংবাদমাধ্যম রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক মডেলকন্যা মেলানিয়া ট্রাম্পকে ৩০ লাখ ডলার ক্ষতিপূরণ দেবে ডেইলি মেইল।

বহুল আলোচনার জন্ম দেওয়া এ প্রতিবেদন প্রকাশিত হয় ২০১৬ সালের ২০ আগস্ট। পত্রিকাটির অনলাইন সংস্করণ মেইল অনলাইনের ওই প্রতিবেদনে বলা হয়, ১৯৯০-এর দশকে মডেলিং-এর পাশাপাশি এসকর্ট সার্ভিসের (উঁচু মানের যৌনকর্মী) হয়ে কাজ করতেন মেলানিয়া। ওই প্রতিবেদন প্রকাশের পর পত্রিকাটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন মেলানিয়া ট্রাম্প। এ বিষয়ে প্রথমে যুক্তরাষ্ট্র এবং পরে যুক্তরাজ্যের আদালতে শরণাপন্ন হন তিনি।

মেলানিয়া ট্রাম্পের দাবি, ওই প্রতিবেদনের কারণে তিনি ব্যবসায়িকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। এ ঘটনায় প্রথমে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ডেইলি মেইলের বিরুদ্ধে মামলা করেন মেলানিয়া। ওই অঙ্গরাজ্যে এই মামলা যথাযথ নয় জানিয়ে তা খারিজ করে দেন বিচারক। পরে মামলাটি নিউ ইয়র্কে স্থানান্তর করা হয়। ডেইলি মেইল ব্রিটিশ সংবাদমাধ্যম হওয়ায় পরে ব্রিটিশ আদালতের শরণাপন্ন হন মেলানিয়া ট্রাম্প।

মেলানিয়া ট্রাম্পের আইনজীবী চার্লস হার্ডার বলেন, ‘মেলানিয়া ট্রাম্পের বিরুদ্ধে বেশকিছু বক্তব্য ছাপা হয়েছে, যা শতভাগ মিথ্যা। এটা তার ব্যক্তিগত ও পেশাগত সুনামকে মারাত্মকভাবে ক্ষুন্ন করেছে। যুক্তরাষ্ট্র ও সারাবিশ্বের লাখ লাখ মানুষের কাছে মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে। এমন কর্মকাণ্ড খুবই মারাত্মক ও বিদ্বেষমূলক এবং মেলানিয়া ট্রাম্পের জন্য ক্ষতিকর।’

সূত্র: বিবিসি, মেইল অনলাইন।

/এমপি/

সম্পর্কিত
এপি'র সাংবাদিককে গ্রেফতার করলো রাশিয়া
গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস
নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত
সর্বশেষ খবর
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ