X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

আটক মার্কিনির নাম প্রকাশ করলো উ. কোরীয় বিশ্ববিদ্যালয়

বিদেশ ডেস্ক
২৪ এপ্রিল ২০১৭, ১৫:৫০আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১৫:৫৫
image

পিয়ং ইয়ং ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি এর ওয়েবসাইটের ছবি উত্তর কোরিয়ায় নতুন করে আটক হওয়া মার্কিন নাগরিকের নাম প্রকাশ করেছে দেশটির একটি বিশ্ববিদ্যালয়। তার নাম কিম স্যাং-দুক বলে জানানো হয়েছে। টনি কিম নামেও ডাকা হয় তাকে। পিয়ং ইয়ং ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি-এর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি জানিয়েছে। এর আগে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইয়নহাপকে উদ্ধৃত করে আটককৃত মার্কিন নাগরিকের ডাক নাম কিম বলে জানানো হয়েছিল।

বিবিসি জানায়, গ্রেফতারের আগেপিয়ং ইয়ং ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে কয়েক সপ্তাহ পড়িয়েছেন কিম স্যাং দুক। বিবিসির কাছে পাঠানো এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, যেসব ব্যাপারে কিমের বিরুদ্ধে তদন্ত চলছে তার সঙ্গে ‘বিশ্ববিদ্যালয়ের কোনওভাবেই’ সংশ্লিষ্টতা নেই। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য পার্ক চ্যান মো ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বাইরে এক এতিমকে সহযোগিতাসহ আরও কিছু কর্মকাণ্ডে জড়িত ছিলেন কিম’।

এদিকে উত্তর কোরীয় কর্তৃপক্ষও এখন পর্যন্ত কিমকে গ্রেফতারের কারণ প্রকাশ করেনি।

মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে কিম স্যাং-দুককে আটকের খবর তাদের কাছে আছে কিন্তু ‘গোপনীয়তা বজায়’ রাখার কথা বলে বিস্তারিত প্রকাশ করা হয়নি।

বিবিসি জানিয়েছে, আটক হওয়া মার্কিন নাগরিকের বয়স ৫০-এর কৌটায়। তিনি চীনের ইয়ানবিয়ান বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক। ত্রাণসংক্রান্ত কর্মসূচির অংশ হিসেবে এক মাস ধরে তিনি উত্তর কোরিয়ায় ছিলেন। কিমকে আটকের মধ্য দিয়ে উত্তর কোরিয়ায় আটক থাকা মার্কিনির সংখ্যা তিনজনে দাঁড়িয়েছে। আগে আটক হওয়া দুইজনের একজন গুপ্তচরবৃত্তির দায়ে সাজা ভোগ করছেন। অপরজন হোটেল থেকে একটি প্রপাগাণ্ডা প্রতীক চুরির চেষ্টার দায়ে কারাভোগ করছেন।

২০১৬ সালে অটো ওয়াম্বিয়ার নামের আরেক মার্কিনিকে গ্রেফতার করা হয়
বিবিসি জানায়,উত্তর কোরিয়া সফরের সময় হোটেল থেকে প্রপাগাণ্ডা প্রতীক চুরির চেষ্টার দায়ে গত বছরের জানুয়ারিতে ২১ বছর বয়সী মার্কিন শিক্ষার্থী অটো ওয়ার্মবিয়েরকে গ্রেফতার করা হয়। গত বছরের মার্চে রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটনের দায়ে তাকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আর গত বছরের এপ্রিলে দক্ষিণ কোরীয় বংশোদ্ভূত ৬২ বছর বয়সী কিম ডং চুলকে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয় উত্তর কোরিয়া। তাকে গ্রেফতার করা হয়েছিল আগের বছরের অক্টোবরে।



উত্তর কোরিয়ার সাম্প্রতিক ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে যখন যুক্তরাষ্ট্র ও দেশটির মধ্যে উত্তেজনা চলছে তখনই তৃতীয় মার্কিন নাগরিককে আটক করা হলো। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির ব্যাপারে নিজেদের ‘কৌশলগত সহ্যসীমা’ শেষ হয়ে গেছে বলে সম্প্রতি সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। কোরীয় উপদ্বীপের দিকে পাঠানো মার্কিন বিমানবাহী রণতরীটির এ সপ্তাহের শেষ দিকে গন্তব্যে পৌঁছানোর কথা।

এরমধ্যে উত্তর কোরিয়াও হুঁশিয়ার করেছে, কোরীয় উপদ্বীপ অভিমুখে থাকা মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজের উপর হামলা করতে প্রস্তুত আছে তারা। দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সংবাদমাধ্যম দ্য রোডং সিনমুনে বলা হয়, ‘আমাদের বিপ্লবী সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিধর রণতরী ডুবিয়ে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।’

/এফইউ/




 

সম্পর্কিত
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
হাল্যান্ডে লণ্ডভণ্ড উলভস
হাল্যান্ডে লণ্ডভণ্ড উলভস
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ