X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

এবার ট্রাম্পের ‘মুসলিমবিরোধী’ উপদেষ্টা গোরকার বিদায়ের পালা!

বিদেশ ডেস্ক
০২ মে ২০১৭, ১৪:২৮আপডেট : ০২ মে ২০১৭, ১৬:২০
image

সেবাস্তিয়ান গোরকা এবার হোয়াইট হাউস থেকে বিদায় নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা সহযোগী সেবাস্তিয়ান গোরকা। শিগগিরই এ বিতর্কিত নেতা বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সূত্রকে উদ্ধৃত করে বেশ কয়েকটি মার্কিন সংবাদমাধ্যম খবরটি জানিয়েছে। তবে গোরকার এ অব্যাহতি নিয়ে দুই ধরনের মত রয়েছে। কেউ কেউ বলছেন, ট্রাম্প প্রশাসনে অন্য দায়িত্ব নেবেন তিনি। আবার কেউ কেউ বলছেন, গোরকা হোয়াইট হাউস থেকে একেবারে বিদায় নেবেন। অবশ্য, তার বিদায়ের সম্ভাবনা নাকচ করে দিয়েছে হোয়াইট হাউস।

ট্রাম্পের উপ-সহকারী হিসেবে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ও স্ট্রাটেজিক ইনিশিয়েটিভ গ্রুপে দায়িত্ব পালন করছেন গোরকা। ব্রেইটবার্ট পত্রিকার সাবেক জাতীয় নিরাপত্তা সম্পাদক গোরকা বিভিন্ন সময়ে সমালোচিত হয়েছেন। ইসলামোফোবিক নীতিমালা সংক্রান্ত প্রস্তাব দিয়ে এবং লিবিয়াকে তিনটি রাষ্ট্রে পরিণত করার পরামর্শ দিয়ে সমালোচনার মুখে পড়তে হয় তাকে। গোরকা দাবি করতেন, ইসলামী ধর্মতত্ত্বের মধ্যেই সন্ত্রাসবাদের মূল নিহিত। মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর ট্রাম্প আরোপিত নিষেধাজ্ঞার পক্ষে বার বার সাফাই গাইতে দেখা গেছে গোরকাকে। গত জানুয়ারিতে ট্রাম্পের শপথ গ্রহণের দিন নাৎসি সংশ্লিষ্ট গ্রুপ ভিটেজি রেন্ডের একটি মেডেল পরা অবস্থায় গোরকাকে দেখা যাওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পরেন তিনি। তবে গোরকা বার বার দাবি করেছেন, তিনি ওই গ্রুপের সদস্য নন। মেডেলটি তার বাবার বলেও দাবি করে আসছেন গোরকা।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ বলছে, তারা সম্প্রতি হাঙ্গেরি গিয়ে এ ব্যাপারে তদন্ত করেছে। গোরকার পরিবার সেখানেই থাকে। হাঙ্গেরি যাওয়ার পর ভিটেজি রেন্ডের সঙ্গে গোরকা সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া গেছে বলে দাবি করে এনবিসি। যেসব স্থানীয় গোরকাকে চেনেন তারাও বলেছেন ভিটেজি রেন্ডের সদস্য গোরকা।

তবে গোরকার দায়িত্বে অব্যাহতির সঙ্গে এ ঘটনার সংশ্রিষ্টতা রয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। আবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসারও সোমবার (১ মে) জানিয়েছেন, এ ব্যাপারে ব্যক্তিগতভাবে কোনও ঘোষণা আসেনি। গোরকা এ মুহূর্তে হোয়াইট ছাড়বেন বলে বিশ্বাস করেন না বলেও জানান স্পাইসার।

/এফইউ/

সম্পর্কিত
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
সর্বশেষ খবর
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
সর্বাধিক পঠিত
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ