X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে আমিরাতের দেড় হাজার কোটি টাকার বিনিয়োগ

বিদেশ ডেস্ক
০৭ মে ২০১৭, ১৫:০৩আপডেট : ০৭ মে ২০১৭, ১৫:০৪
image

আবু ধাবি ফান্ড ফর ডেভেলপমেন্ট বাংলাদেশে শিল্প, জ্বালানি ও অবকাঠামো উন্নয়ন খাতের নয় প্রকল্পে দেড় হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতিষ্ঠান আবু ধাবি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এডিএফডি)। ইউএইভিত্তিক পত্রিকা গালফ নিউজ এ খবর জানিয়েছে।

এডিএফডির মহাপরিচালক মোহাম্মদ সাইফ আল-সুয়াইদি জানান, বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্কের মধ্য দিয়ে তারা অবকাঠামো উন্নয়ন ও সামাজিক অগ্রগতির জন্য সহায়ক বিভিন্ন আর্থিক প্রকল্পে বিনিয়োগ করেছেন। তা উন্নয়নশীল দেশগুলোর আর্থিক ও সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন। তিনি অন্যান্য দেশেও এমন বিনিয়োগ করার আশা প্রকাশ করেন।  

মোহাম্মদ সাইফ আল-সুয়াইদি আরও জানান, বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রতিষ্ঠিত ইউএই-বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানির (ইউবিআইসিও) ৬০ শতাংশ শেয়ার রয়েছে এডিএফডির। বাংলাদেশে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বিনিয়োগ করার জন্য কোম্পানিটি ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালে সাউথ এশিয়া রোড কানেক্টিভিটি (এসএএসইসি) প্রকল্পে এডিএফডি প্রায় ২৪৪ কোটি টাকা বিনিয়োগ করে। ২০১৬ সালের মার্চে শুরু হওয়া সড়ক ও পরিবহন খাতের অবকাঠামো উন্নয়নের কাজ প্রায় ২২ শতাংশ সম্পন্ন হয়েছে। চলতি বছরেই পুরো প্রকল্পটি সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এ সড়ক উন্নয়নের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে নেপাল, ভুটান এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চল যুক্ত হবে। ফলে এসব দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা আরও বাড়বে।

এডিএফডির আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র। এটির পরিধি বিস্তৃত করা ও আধুনিকীকরণে বিনিয়োগ করেছে এডিএফডি। ইতোমধ্যে ২৫৫ কোটি টাকার এ প্রকল্পের কাজ প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে বলে ওই প্রতিবেদনে জানা যায়।

/এসএ/

সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাছে ঝুলছিল যুবকের লাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাছে ঝুলছিল যুবকের লাশ
বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে ভেঙে পড়েছে গাছ-খুঁটি, কয়েক স্থানে জলাবদ্ধতা
বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে ভেঙে পড়েছে গাছ-খুঁটি, কয়েক স্থানে জলাবদ্ধতা
চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
খিলক্ষেতে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
খিলক্ষেতে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ