X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সেই কমেডিয়ানকে একহাত নিলেন মেলানিয়া

বিদেশ ডেস্ক
০৩ জুন ২০১৭, ১২:৩১আপডেট : ০৩ জুন ২০১৭, ১২:৩৯

 

গ্রিফিন ও মেলানিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গকারী মার্কিন স্টার ক্যাথি গ্রিফিনকে একহাত নিয়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সামাজিক যোগাযোগের মাধ্যমে ট্রাম্পের কল্পিত কাটা মাথা পোস্ট করায় গ্রিফিনের মানসিক সুস্থতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মেলানিয়া।  এক বিবৃতিতে এ ঘটনায় নিজের মর্মাহত হওয়ার কথা জানিয়েছেন তিনি।

গত মঙ্গলবার টুইটারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কল্পিত কাটা মাথার এক ছবি  পোস্ট করেন গ্রিফিন। ওই পোস্টকে ঘিরে শুরু হয় তীব্র বিতর্ক আর সমালোচনা। ঘটনার প্রতিক্রিয়ায় দেওয়া এক বিবৃতিতে মেলানিয়া লিখেছেন, ‘একজন মা, স্ত্রী কিংবা একজন মানুষ হিসেবে আমি ছবিটি দেখে যার পর নাই বিরক্ত।’

ওই ঘটনাকে গ্রিফিনের ভুল পদক্ষেপ উল্লেখ করে তার মানসিক সুস্থতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন মেলানিয়া। বিবৃতিতে মন্তব্য করেন,  ‘বিশ্বের এই ভয়ঙ্কর হিংসা-রক্তপাতের যুগে এমন একটি ছবির প্রকাশ খুবই ভুল একটি পদক্ষেপ। আমি বিস্মিত, মানসিকভাবে সুস্থ একজন মানুষ কী করে এমন একটা কাজ করতে পারে’।

কো-হোস্ট অ্যান্ডার্সনের সঙ্গে গ্রিফিন

বাদ যায়নি ট্রাম্পের ৩৯ বছর বয়সী পুত্রও। ঘটনার প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প জুনিয়ার টুইটার পোস্টে লিখেছেন, ‘এটা ন্যক্কারজনক, কিন্তু আশ্চর্যজনক নয়।’

ট্রাম্পকে নিয়ে দেওয়া ওই ব্যাঙ্গাত্বক পোস্টকে ঘিরে  তীব্র বিতর্ক আর সমালোচনার মুখে নিজের ভুল স্বীকার করে ক্ষমাও চান গ্রিফিন। তা সত্ত্বেও তাকে ধারাবাহিক হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অ্যামি অ্যাওয়ার্ড বিজয়ী এই কমেডিয়ান। তিনি দাবি করেন, ‘ক্রমাগত আমি মৃত্যু হুমকি পাচ্ছি। তারা আমাকে কিভাবে মারতে চান, তা সবিস্তারে বর্ণনা করেই হুমকি দিচ্ছেন। আজ এখানে আমি, কাল আমার জায়গায় আপনিও হতে পারেন।’ তিনি একজন নারী বলেই এমন হুমকি পাচ্ছেন বলে দাবি করেন গ্রিফিন।

গ্রিফিনের টুইটার পোস্টের পর, একদিনের ব্যবধানে তাকে চাকরিচ্যুত করে সিএনএন। এক টুইট বার্তায় মার্কিন ওই সম্প্রচার মাধ্যম জানায় "প্রতিবছর নিউ ইয়ার প্রোগ্রাম উপস্থাপনার জন্য গ্রিফিনের সঙ্গে যে চুক্তি ছিল সেটা সমাপ্ত ঘোষণা করা হলো"। শুক্রবারের সংবাদ সম্মেলনে গ্রিফিন জানান, মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর ‘সেন্সরশিপের’ আওতায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

/এসএ/বিএ/

সম্পর্কিত
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
সর্বশেষ খবর
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
বজ্রাঘাতে ঘরে আগুন, পুড়ে মারা গেলেন ঘুমন্ত মা-ছেলে
বজ্রাঘাতে ঘরে আগুন, পুড়ে মারা গেলেন ঘুমন্ত মা-ছেলে
আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ আহত
আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ আহত
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
সর্বাধিক পঠিত
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ