X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরিতে অনেক এগিয়েছে উ. কোরিয়া: মার্কিন বিশেষজ্ঞ

বিদেশ ডেস্ক
০৩ জুন ২০১৭, ১৫:৫৭আপডেট : ০৩ জুন ২০১৭, ১৫:৫৯
image

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে অনেক দূর এগিয়ে গেছে। আগামী তিন বছরের মধ্যেই তারা এটি তৈরিতে সফল হবে বলে দাবি করেছেন মার্কিন ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ মাইকেল ইলেমান। দক্ষিণ কোরীয় বার্তা সংস্থা ইয়োনহাপ এ খবর জানিয়েছে।

গত ১৪ মে উত্তর কোরিয়া ১২টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এর ফলে দেশটির কাছে আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র থাকার দাবি এর ফলে আরও জোরালো হয়েছে বলে বিশেষজ্ঞদের ধারণা। যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম।

উত্তর কোরিয়ার দাবি, নিক্ষেপ করার পর তাদের ক্ষেপণাস্ত্র  দুই হাজার একশ’ সাড়ে ১১ কিলোমিটার ওপর দিয়ে ৭৮৭ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পূর্ব চীন সাগরে পতিত হয়। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষেপণাস্ত্রটি স্বাভাবিক কোণে নিক্ষেপ করা হলে, এটি সাড়ে চার হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম।

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের (আইআইএসএস) ফেলো মাইকেল ইলেমান জানান, উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রে যে ইঞ্জিন ব্যবহার করছে, তা মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্রে ব্যবহার করা ইঞ্জিন থেকে ভিন্ন। ধারণা করা হচ্ছে, উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরির দিকে এগিয়ে যাচ্ছে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন

ইলেমান বলেন, ‘আমার কাছে এটা অনেক বড় বিষয়। তারা এ ইঞ্জিন নিজেরা তৈরি করেছে, এমনটা আমি মনে করি না। আমার ধারণা, এটা রুশ ক্ষেপণাস্ত্র ইঞ্জিন আরডি-২৫০ হতে পারে।’

উত্তর কোরিয়া ওই ইঞ্জিন রাশিয়া বা ইউক্রেন থেকে সংগ্রহ করে থাকতে পারে বলে ধারণা ইলেমানের। তিনি বলেন, ‘ওই ১২টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা থেকে বোঝা যায়, তারা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রে অনেকখানি এগিয়ে গেছে।’

তবে তিনি আরও জানান, এখনও উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারেনি। তিনি বলেন, ‘আমার ধারণা, আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে তাদের আরও তিন বছর সময় লাগবে। অর্থাৎ, এ কাজে তাদের ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত লেগে যেতে পারে। জরুরি অবস্থায় এ সময়টা তারা কমিয়ে আনতে পারে। তবে এতে বহু ক্ষেপণাস্ত্র অকার্যকর হয়ে পড়তে পারে।’  

/এসএ/

সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ