X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১
ট্রাম্পের 'রুশ সংযোগ'

সিনেটের মুখোমুখি হয়ে কোমিকে রুখবেন মার্কিন অ্যাটর্নি!

বিদেশ ডেস্ক
১১ জুন ২০১৭, ১৪:০৬আপডেট : ১১ জুন ২০১৭, ১৪:৩৪
image

জেফ সেশনস
রুশ সংযোগ প্রশ্নে সাবেক এফবিআই পরিচালক জেমস কোমির দেওয়া সাক্ষ্য মোকাবিলা করতে সিনেট ইনটেলিজেন্স কমিটির সামনাসামনি হতে যাচ্ছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস। গত বৃহস্পতিবার (৮ জুন) একই প্যানেলের সামনে মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে সাক্ষ্য দিয়েছেন কোমি।  
মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ তদন্ত করছে সিনেটের সিলেক্ট কমিটি অন ইনটেলিজেন্স। বৃহস্পতিবার সিনেট প্যানেলে সাক্ষ্য দিতে গিয়ে কোমি অভিযোগ করেন, ২০১৬ সালের নির্বাচনে রুশ সংযোগের তদন্ত বাধাগ্রস্ত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে বরখাস্ত করেছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস সাবকমিটি অন কমার্স, জাস্টিস, সায়েন্স এন্য রিলেটেড এজেন্সিস এর চেয়ারম্যান এবং সিনেটর রিচার্ড শেলবি বরাবর শনিবার একটি চিঠি দিয়েছেন সেশনস। সেই চিঠিটিতে সেশন্স জানিয়েছেন, তিনি মঙ্গলবার সিনেট ইনটেলিজেন্স কমিটির মুখোমুখি হবেন।
ট্রাম্পের বিরুদ্ধে দেওয়া কোমির সাক্ষ্য মোকাবিলার জন্য ইনটেলিজেন্স কমিটিই ‘সবচেয়ে যথাযথ’ জায়গা বলে চিঠিতে উল্লেখ করেন তিনি। তবে জেফ সেশনস প্রকাশ্য সাক্ষ্য দেওয়ার পরিকল্পনা করছেন নাকি দ্বাররুদ্ধ কক্ষে প্যানেলের মুখোমুখি হওয়ার কথা ভাবছেন তা চিঠিতে বলা হয়নি।

চিঠিতে সেশন্স বলেন, ‘সম্প্রতি কোমি সিনেট সিলেক্ট কমিটি অন ইনটেলিজেন্স এর সামনে যে সাক্ষ্য দিয়েছেন তা যথাযথ ফোরামে মোকাবিলা করাটা আমার জন্য জরুরি। এ ব্যাপারগুলো নিয়ে যখন  এ কমিটি তদন্ত চালাচ্ছে এবং সংশ্লিষ্ট ও গোপন তথ্যের ব্যাপারে অবগত আছে সেক্ষেত্রে আমি এ কমিটিকে যথাযথ ফোরাম বলে বিবেচনা করছি।’

নির্বাচনে রুশ হস্তক্ষেপ সংক্রান্ত তদন্ত থেকে মার্চে নিজেকে সরিয়ে নেন জেফ সেশনস। তবে তার দাবি, গত বছর রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করার বিষয়টি প্রকাশ না করে তিনি ভুল কিছু করেননি।

উল্লেখ্য, সিনেট প্যানেলে কোমির শুনানিতে জেফ সেশনসের সঙ্গে রুশ কর্মকর্তাদের সম্পর্কের বিষয়ও উঠে আসে। নির্বাচনি প্রচারণার সময় কিংবা ট্রাম্পের শপথ নেওয়ার পর রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াক ও অন্য রুশ কর্মকর্তাদের সঙ্গে সেশনস গোপন বৈঠক করেছিলেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে।

/এফইউ/বিএ/

সম্পর্কিত
ইসরায়েল কি যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হবে?
এ বছর পুলিৎজার পেলো ৩ সংবাদমাধ্যম
পুতিনের পঞ্চম মেয়াদের শপথ অনুষ্ঠান বয়কট করলেন পশ্চিমা নেতারা
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যেও চালু হচ্ছে শেনজেন স্টাইলের ভিসা?
মধ্যপ্রাচ্যেও চালু হচ্ছে শেনজেন স্টাইলের ভিসা?
কিরগিজস্তানে কাজ দেওয়ার নামে কোটি টাকার প্রতারণা!
কিরগিজস্তানে কাজ দেওয়ার নামে কোটি টাকার প্রতারণা!
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বকেয়া ৩৩ হাজার ১০৮ কোটি ৯৯ লাখ টাকা
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বকেয়া ৩৩ হাজার ১০৮ কোটি ৯৯ লাখ টাকা
যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে কেএনএফ সন্ত্রাসী নিহত
যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে কেএনএফ সন্ত্রাসী নিহত
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট