X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

রানি এলিজাবেথের বিষণ্ন জন্মদিন

বিদেশ ডেস্ক
১৭ জুন ২০১৭, ১৫:১৩আপডেট : ১৭ জুন ২০১৭, ১৭:৩৫
image

রানি দ্বিতীয় এলিজাবেথ
ম্যানচেস্টারের হামলা ও লন্ডনের গ্রেনফেল টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় বিষণ্নতার আবহে রয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তার জন্মদিনের বার্তাতেও উঠে এসেছে সেই বিষণ্নতার বিবরণ। তিনি লিখেছেন, এই পরিস্থিতি কাটিয়ে ওঠা কঠিন হবে। তবে যুক্তরাজ্যের ঐক্যের শক্তির ওপর আস্থা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (১৭ জুন) সরকারিভাবে পালিত জন্মদিনের বার্তায় এসব কথা বলেন রানি। উল্লেখ্য, ঐতিহ্যগতভাবে বছরে দুইবার জন্মদিন পালন করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। সরকারিভাবে জুনের কোনও এক শনিবারে তার জন্মদিন উদযাপন করা হয়। তার প্রকৃত জন্মদিন ২১ এপ্রিল। তার আসল জন্মদিনে ‘গান স্যালুট’ দেওয়া হয়। আর সরকারি জন্মদিনে থাকে বাকিংহাম প্যালেসে প্যারেড।

তবে ম্যানচেস্টারের কনসার্টে হামলা এবং গ্রেনফেল টাওয়ারের আগুনে হতাহতদের কথা মাথায় রেখে এবার আর সেই আমেজ নেই। শনিবার (১৭ জুন) রানির জন্মদিনের বার্তায়ও তাই শোকের ছায়া।

বার্তায় বলা হয়, ‘আজ উদযাপনের এক ঐতিহ্যবাহী দিন। যদিও এ বছর, জাতীয়ভাবে যে বিষণ্নতার আবহ তৈরি হয়েছে তা থেকে বের হয়ে আসা কঠিন। সম্প্রতি ম্যানচেস্টার ও লন্ডনে সফরের সময়, আমি চরম সংকটে থাকা লোকজনের সহায়তা পুরো দেশের মানুষকে এগিয়ে আসতে দেখে বিস্মিত হয়েছি। দুঃখের মাঝেও আমরা ঐক্যবদ্ধ। আহত ও ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে আমরা একইরকম করে সংকল্পবদ্ধ।’

এর আগে শুক্রবার ব্রিটিশ রাজপুত্র প্রিন্স উইলিয়ামকে সঙ্গে নিয়ে গ্রেনফেল টাওয়ারের বেঁচে যাওয়া দুর্গতদের দেখতে যান রানি দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দুর্গতদের জন্য স্থাপিত এক ত্রাণ সহায়তা কেন্দ্র পরিদর্শন করেছেন রানি।

মঙ্গলবার (১৩ জুন) মধ্যরাতে গ্রেনফেল টাওয়ারের অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৩০ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। নিখোঁজ রয়েছে আরও অন্তত ৭০ জন। তবে ভবনের অভ্যন্তরে কারও জীবিত থাকার আশা নেই আর। ১৯৭৪ সালে নির্মিত ভবনটিতে ১২০টি ফ্ল্যাট ছিল। বিভিন্ন ব্রিটিশ সংবাদমাধ্যম ওই ভবনে ৪০০ থেকে ৬০০ মানুষের বসবাসের কথা জানিয়েছে। তবে আগুন লাগার পর ঠিক কতজন বের হতে পেরেছেন বা কতজন আটকা পড়েছেন সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। ভবনের ভেতরে বহু মানুষের জিম্মি হয়ে থাকার খবর জানিয়েছিল প্রত্যক্ষদর্শীরা। পুলিশের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে, নিহতদের সবাইকে শনাক্ত করা সম্ভব হবে না। এই অবস্থায় শতাধিক মৃত্যুর আশঙ্কা করছে লন্ডনবাসী।
ম্যানচেস্টারে গত ২২ মে  রাত ১০টা ৩৫ মিনিটে মার্কিন সঙ্গীতশিল্পী আরিয়ানা গ্র্যান্ডের কনসার্টে চালানো ওই হামলায় নিহত হন ২২ জন। ওই ঘটনায় আহত মানুষের সংখ্যা ৫৯।
/এফইউ/বিএ/

 

সম্পর্কিত
‘বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা ৩ শতাংশ বিবেচনা করা হবে’
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
রাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
যুদ্ধবিরতি নাকি হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
‘জেসির অভিজ্ঞতা লিগে আম্পায়ারিং করার মতো নয়’
‘জেসির অভিজ্ঞতা লিগে আম্পায়ারিং করার মতো নয়’
চাকরি স্থায়ীর দাবিতে বিটিসিএল কর্মচারীদের ‘লাগাতার অবস্থান’
চাকরি স্থায়ীর দাবিতে বিটিসিএল কর্মচারীদের ‘লাগাতার অবস্থান’
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ