X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

তীর্থযাত্রীদের ওপর ‘অনৈসলামিক’ হামলায় লস্কর-ই তৈয়বার নিন্দা, দায় অস্বীকার

বিদেশ ডেস্ক
১১ জুলাই ২০১৭, ১৯:৩৮আপডেট : ১১ জুলাই ২০১৭, ১৯:৪০
image

 

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে তীর্থযাত্রীদের ওপর জঙ্গি হামলাকে ‘অনৈসলামিক’ আখ্যা দিয়ে ওই হামলার দায় অস্বীকার করেছে  জঙ্গি সংগঠন  লস্কর-ই তৈয়বা। ভারতীয় পুলিশ তাদেরকেই দুষছে হামলার জন্য। হামলায় অন্তত ৭ জন তীর্থযাত্রী নিহত হয়েছে। নিহতদের ৬ জনই নারী। আহত হয়েছেন তিন পুলিশসহ অন্তত ১৯ জন। এর মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
তীর্থযাত্রীদের ওপর ‘অনৈসলামিক’ হামলায় লস্কর-ই তৈয়বার নিন্দা, দায় অস্বীকার

সিএনএন-এর নিউজ এইটিন নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দাবি করেছে, লস্কর-ই তৈয়বা হিজবুল মুজাহিদীন-এর সঙ্গে যৌথভাবে এই হামলা চালিয়েছে। তবে লস্কর-ই তৈয়বা ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ভারতীয় নিরাপত্তা বাহিনীর কাজ বলে দাবি করেছে।

পুলিশ ও সিআরপি সূত্রে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সোমবার সন্ধে সোয়া আটটা নাগাদ জনা তিনেক জঙ্গি মোটরবাইকে চেপে বিভিন্ন জায়গায় পরপর হামলা চালিয়ে উধাও হয়েছে। প্রথমে তারা অনন্তনাগের খান্নাবলে বাহিনীর চেকপোস্টের উপরে গুলি চালিয়ে বাতেঙ্গু এলাকার দিকে পালিয়ে যায়। সে সময় বাতেঙ্গুতে শ্রীনগর-জম্মু সড়কের উপরে অমরনাথ যাত্রীদের একটি গাড়ি যাচ্ছিল। পুর্ণ্যার্থীদের বাসটি তিনদিক দিয়ে ঘিরে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। দাবি অনুযায়ী অন্ধকারের সুযোগে দ্রুত গা ঢাকা দেয় তারা।  বাতেঙ্গু থেকে পালানোর সময়ে আরওয়ানিতেও বাহিনীর শিবির লক্ষ করে গুলি চালায় জঙ্গিরা।

লস্কর-কমান্ডার আব্দুল্লাহ গজনবী দাবি করেন, ইসলাম কোনও বিশ্বাসের ওপর আঘাতে বিশ্বাস করে না। তিনি বলেন,  ‘আমরা পূণ্যার্থীদের ওপর ওই হামলার তীব্র নিন্দা জানাই। ভারত সবসময়ই নিজের সন্ত্রাসী ভাবমূর্তি আড়াল করতে উত্তর প্রদেশের হিন্দু জনগোষ্ঠীকে ব্যবহার করে। যখন তারা এটা করতে ব্যর্থ হয়, তখনই অমরনাথ যাত্রীদের ওপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা চালিয়ে মুসলিমদের ওপর দোষ চাপাতে চায়।’

তার দাবি, ‘ভারত কাশ্মিরের স্বাধীনতাকামীদের লড়াইকে সবসময়ই নেতিবাচক প্রক্রিয়ায় হাজির করতে চায় আর স্বাধীনতার সেই লড়াইকে নস্যাৎ করতে অমরনাথের এই হামলার মতো ঘটনাগুলোকে ব্যবহার করে।’

সোমবার রাত সাড়ে ৮টার দিকে অনন্তনাগ জেলায় অমরনাথের তীর্থযাত্রীদের উপর জঙ্গিরা হামলা চালায় বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এবং টাইমস অব ইন্ডিয়া। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, হামলাস্থল ঘিরে ফেলে তল্লাশি শুরু করেছে বাহিনী। বাড়ি বাড়ি ঢুকে তল্লাশি শুরু করার কথা বাহিনীর।পুলিশের দাবি হিজবুলের সঙ্গে হাত মিলিয়ে সন্ত্রাস হামলাটি চালিয়েছে লস্কর জঙ্গিরা। হামলার মূল চক্রী আবু ইসমাইল। অনন্তনাগে একটি সিকিউরিটি চেকপোস্টের কাছে হামলার ঘটনাটি ঘটে। পুলিশের দাবি অনুযায়ী এই জঙ্গিদলটিই রাত সাড়ে আটটা নাগাদ পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

তবে লস্কর-ই তৈয়বার দাবি, কাশ্মিরবাসীর কেউই কখনও কোনও পূণ্যার্থীর ওপর হামলা চালায়নি।

/বিএ/

সম্পর্কিত
মোদির ভারতে কেমন আছেন মুসলিমরা?
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
লোকসভা নির্বাচন: আজ থেকে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক