X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

১৩ দফা দাবি থেকে সরে কাতারকে সৌদি জোটের ৬ শর্ত

বিদেশ ডেস্ক
১৯ জুলাই ২০১৭, ১৮:৩৫আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৮:৪৯
image

নিষেধাজ্ঞা প্রত্যাহারে কাতারকে দেওয়া ১৩ শর্ত থেকে সরে এসেছে সৌদি জোট। এর পরিবর্তে কাতারকে নতুন করে ৬ টি ‘মূলমন্ত্র’ মেনে চলার আহ্বান জানিয়েছে দেশগুলো। অবশ্য, এ ব্যাপারে কাতারের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

কাতারের ভবন
সংবাদমাধ্যমটি জানায়, মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের খবর সংগ্রহে নিয়োজিত এক দল সাংবাদিককে সৌদি জোটের কূটনীতিকরা বলেন, তারা বন্ধুত্বপূর্ণ সংকট সমাধানে আগ্রহী। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসরের কূটনীতিকরা আরও বলেন, তারা এখন চান কাতার ছয়টি মূল মন্ত্র গ্রহণ করুক। এ 'মূলমন্ত্র'গুলোর মধ্যে রয়েছে-সন্ত্রাসবাদ ও উগ্রপন্থা মোকাবিলার অঙ্গীকার করা, সন্ত্রাসী সংগঠনগুলোর জন্য অর্থায়ন না করা ও তাদের জন্য নিরাপদ আশ্রয় না হওয়া, প্ররোচনা ও উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধ করা এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকা।

জাতিসংঘে নিয়োজিত সৌদি আরবের স্থায়ী প্রতিনিধি আব্দুল্লাহ আল-মোয়াল্লিমি জানান, তাদের জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা গত ৫ জুলাই কায়রোতে অনুষ্ঠিত বৈঠকে ‘ছয় নীতির’ ব্যাপারে সম্মত হয়েছেন। তারা মনে করছেন, এ মূলনীতিগুলো কাতারের পক্ষে গ্রহণ করা সহজ হবে।

মোয়াল্লিমি জানান, সৌদি জোট ঘোষিত এ 'ছয় মূলমন্ত্রের' আওতায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বন্ধ করা জরুরি নয় তবে সহিংসতায় উসকানি ও বিদ্বেষমূলক বক্তব্য বন্ধ করা আবশ্যক। তার মতে, আল জাজিরা বন্ধ না করে যদি সহিংসতায় উসকানি ও বিদ্বেষমূলক বক্তব্য বন্ধ করা যায় তবে তাতে তাদের কোনও সমস্যা নেই।

জঙ্গিবাদে সমর্থন দেওয়ার অভিযোগ এনে গত ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিসরসহ কয়েকটি দেশ। এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ উল্লেখ করে তা নাকচ করে দেয় দোহা। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দুই সপ্তাহ পর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আল জাজিরা বন্ধ করে দেওয়াসহ কাতারকে ১৩ দফা শর্ত বেঁধে দেয় চার দেশ। শর্ত পূরণে ১০ দিনের সময়সীমা দেওয়া হয়। সে সময়সীমা শেষ হওয়ার পর ২ জুলাই রবিবার সেই সময়সীমা দুই দিন বাড়ানোর কথা জানায় সৌদি সূত্র। সেই সময়সীমাও শেষ হওয়ার পর নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দেওয়া হয়।

/এফইউ/

সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে