X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩০০ মানুষের মৃত্যু

বিদেশ ডেস্ক
২৫ জুলাই ২০১৭, ১৫:০৬আপডেট : ২৫ জুলাই ২০১৭, ১৫:১৮
image

 

শ্রীলঙ্কায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রায় ৩০০ জন মৃত্যুবরণ করেছেন। দেশটি সাহায্য সংস্থাগুলো জানায়, এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

শ্রীলঙ্কায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩০০ মানুষের মৃত্যু

প্রতিবেদনে বলা হয়, অপ্রত্যাশিত এই পরিস্থিতি সামলাতে ৩ লাখ ডলার বাজেটের ঘোষণা দিয়েছে রেড ক্রস।

শ্রীলঙ্কার রেড ক্রস সোসাইটি, ইন্টার‌ন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস ও রেড ক্রিস্টেন্ট সোসাইটি জানায়, তারা দেশটিতে জরুরি সহায়তা দিচ্ছে। এখন পর্যন্ত প্রায় এক লাখ মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে।   এক বিবৃতিতে তারা জানায়, ‘হাসপাতালগুলোতে প্রচুর ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। তাদের সামলাতে হিমসিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। দেশটির পশ্চিমাঞ্চলে এই রোগের প্রকোপ সবচেয়ে বেশি।’

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ২৯৬ জনের।

গত বছরের তুলনায় এই সংখ্যা প্রায় দ্বিগুণ। স্বাস্থ্য কর্মকর্তারা এজন্য আবহাওয়াকে দায়ী করেন। তারা বলেন, অতিবৃষ্টি ও বন্যার কারণে ডেঙ্গু মশা বৃদ্ধি পাচ্ছে। রাস্তায় ও গর্তে পানি জমে থাকার কারণে এডিস মশা তাদের বংশ বিস্তার করছে। 

রেড ক্রস জানায়, পরিচ্ছন্নতার অভাবে এই সমস্যা আরও বাড়তে পারে। রোগ ছড়িয়ে পড়তে পারে ব্যাপক হারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ডেঙ্গু এখন দ্রুততম গতিতে ছড়িয়ে পড়ছে। বিশ্বের ১০০ টি দেশের ৩৯ কোটিরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত।

প্রাথমিক পর্যায়ে এই রোগ সম্পূর্ণ নিরাময় যোগ্য। কিন্তু চিকিৎসার অভাবে এই রোগে মৃত্যু হওয়ার আশঙ্কা থাকে বিশেষ করে শিশুদের। শ্রীলঙ্কা রেডক্রসের প্রধান নোভিল উইজেসেকারা জানান, ‘এখানে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। তবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে এই রোগ এখন এত ভয়াবহ আকার ধারণ করেছে।’

এই পরিস্থিতিতে স্কুল বন্ধ রয়েছে এবং কয়েক হাজার স্বেচ্ছাসেবী মশার প্রজননক্ষেত্র খুঁজতে সরকারি বাহিনীকে সাহায্য করছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘সব স্কুলকেই্ মরা বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। স্থানীয় কর্তৃপক্ষকে মশার প্রজননক্ষেত্র খুঁজে বের করতে কার্যকরী ভূমিকা রাখারও অনুরোধ জানানো হয়েছে।’

স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় ইতোমধ্যে সেনা পাঠিয়েছে দেশটির সরকার। গত সপ্তাহে অস্ট্রেলিয়া ডেঙ্গু মোকালে ১২ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছিলো। 

/এমএইচ/

 

সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
মে থেকে  বাংলাদেশে ফ্লাইট শুরু করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স
মে থেকে বাংলাদেশে ফ্লাইট শুরু করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স
ইলেক্ট্রোলাইট পানীয় কী? কখন খাবেন?
ইলেক্ট্রোলাইট পানীয় কী? কখন খাবেন?
‘উপজেলা নির্বাচনে এমপিদের প্রভাব খাটানোর প্রমাণ পেলে আইনি ব্যবস্থা’
‘উপজেলা নির্বাচনে এমপিদের প্রভাব খাটানোর প্রমাণ পেলে আইনি ব্যবস্থা’
দেবিদ্বারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
দেবিদ্বারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা