X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

নাইজেরিয়ায় তেল অনুসন্ধানকারীদের বহরে বোকো হারামের হামলা, নিহত ৫০

বিদেশ ডেস্ক
২৮ জুলাই ২০১৭, ০৯:৩৫আপডেট : ২৮ জুলাই ২০১৭, ০৯:৩৮
image

নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে একটি তেল অনুসন্ধানকারী দলের ওপর জঙ্গি গোষ্ঠী বোকো হারামের অতর্কিত হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি মৃতের এ সংখ্যা নিশ্চিত করেছে। একইসঙ্গে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অবশ্য, নাইজেরিয়ার সেনাবাহিনী বুধবার দাবি করেছে এ হামলায় নিহতের সংখ্যা ১০।

২০০৯ সাল থেকে বোকো হারামকে মোকাবিলায় হিমশিম খাচ্ছে নাইজেরিয়া
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, মঙ্গলবার বর্নো রাজ্যের মাগুমেরি এলাকায় নাইজেরিয়ান ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশন (এনএনপিসি)-এর বিশেষজ্ঞদের একটি বহরে হামলা চালানো হয়। গত কয়েক মাসে বোকো হারামের চালানো হামলাগুলোর মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ ছিল বলে উল্লেখ করেছে আল জাজিরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, হামলার ঘটনাটি ঘটে যখন মাইদুগুরি বিশ্ববিদ্যালয়ের তেল অনুসন্ধানকারী দলটি শহরে ফিরে আসছিল। মাইদুগুরি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মূল অনুসন্ধানকারী দলের অন্তত ৫জন নিহত হয়েছে এই হামলায়। যাদের মধ্যে ২জন বিশেষজ্ঞ এবং একজন গাড়ির চালক রয়েছে। বাকিরা সবাই সেনাসদস্য এবং স্বেচ্ছাসেবক।

এখনও দলটির অনেকেই নিখোঁজ বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিবিসির সূত্রমতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। কেননা এখনো আরো মৃতদেহের সন্ধান পাওয়া যাচ্ছে।

দীর্ঘদিন ধরে নাইজেরিয়া সরকার নিষিদ্ধ ঘোষিত বোকো হারাম গোষ্ঠীর বিরুদ্ধে সেনা তৎপরতা চালিয়ে আসছে। ২০০৯ সালে বোকো হারাম দেশটির সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার পর থেকে বিভিন্ন সংঘাতে এ পর্যন্ত অন্তত ২০ হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ ঘরহারা হয়েছে।

/এফইউ/

সম্পর্কিত
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে