X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বিমান ভূপাতিত করার সন্ত্রাসবাদী প্রচেষ্টা রুখে দেওয়ার দাবি অস্ট্রেলিয়ার

বিদেশ ডেস্ক
৩০ জুলাই ২০১৭, ১০:০৩আপডেট : ৩০ জুলাই ২০১৭, ১৯:০৭
image

অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল দাবি করেছেন,  একটি বিমান ভূপাতিত করার সন্ত্রাসবাদী প্রচেষ্টা রুখে দিয়েছে তার দেশ। সিডনিজুড়ে সন্ত্রাসবিরোধী পুলিশের এক অভিযানে চারজনকে গ্রেফতারের পর এ কথা জানান তিনি। তদন্তকারীদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অভিযানে এমন কিছু উপকরণ জব্দ করা হয়েছে যা ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরির কাজে ব্যবহৃত করা হতো। আর সেই ডিভাইস ব্যবহার করে অস্ট্রেলীয় বিমান ভূ-পাতিত করার পরিকল্পনা করা হয়েছিল।

অস্ট্রেলিয়ার পুলিশ
অস্ট্রেলীয় সংবাদমাধ্যম এবিসি জানিয়েছে, রবিবার (৩০ জুলাই) সিডনির সুরি হিলস, লাকেমবা, উইলি পার্ক এবং পাঞ্চবৌল এলাকায় সন্ত্রাসবাদবিরোধী অভিযানটি সম্পন্ন হয়। রবিবার সাংবাদিকদের এ সম্পর্কে বলতে গিয়ে টার্নবুল বলেন,  ‘এটি বড় ধরনের একটি সন্ত্রাসবিরোধী অভিযান ছিল। একটি বিমান ভূপাতিত করার সন্ত্রাসী প্রচেষ্টাকে রুখে দেওয়া হয়েছে। জনগণকে নিরাপদ রাখাই আমাদের প্রথম প্রাধান্য।’

দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের কমিশনার অ্যান্ড্রু কলভিন বলেন, যে চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তারা ‘ইসলামী চরমন্থায় উদ্বুদ্ধ’ হয়ে এ কাজ করেছে বলে সন্দেহ করা হচ্ছে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সম্প্রতি আইন প্রয়োগকার বাহিনীর কাছে খবর আসে কয়েকজন ব্যক্তি আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) ব্যবহার করে সিডনিতে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছে।”

কলভিন আরও বলেন, ‘নির্দিষ্ট করে হামলার সম্ভাব্য লক্ষ্যস্থল, দিন এবং সময়ের ব্যাপারে’ তারা জানতে পারেননি। এ ব্যাপারে দীর্ঘস্থায়ী তদন্ত হতে হবে বলেও মনে করছেন তিনি।

/এফইউ/বিএ/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্বারোপ
অস্ট্রেলিয়ান নাগরিক প্রবেশ নিষিদ্ধ করলো রাশিয়া
সর্বশেষ খবর
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি
চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত