X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সীমান্ত উত্তেজনা নিয়ে রয়টার্স-এর খবর প্রত্যাখ্যান চীনের

বিদেশ ডেস্ক
১৬ আগস্ট ২০১৭, ১৭:৫২আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১৭:৫৫
image

ভারতের সাথে উত্তেজনা প্রশমনে হিলাময় সংলগ্ন দোকলাম সীমান্ত এলাকা থেকে চীনা সৈন্যদের সরানোর খবর প্রত্যাখ্যান করেছে চীন। বিভিন্ন সংবাদমাধ্যমে এ সংক্রান্ত যে খবরগুলো প্রকাশিত হয়েছে,  চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়েছে।
দোকলাম

মঙ্গলবার রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, চীনা সৈন্যদের ২৫০ মিটার দূরে সরে যাওয়ার ভারতীয় দাবির পর চীন ১০০ মিটার সরে যাওয়ার পাল্টা প্রস্তাব দিয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র মঙ্গলবার জানায়, খবরটি সত্য নয়। এতে বলা হয়, চীন কোনো পরিস্থিতিতেই তার ভূখণ্ডগত সার্বভৌমত্বে ছাড় দেবে না।

চীনের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানায়, সঙ্কটটি নিরসনে চীনের অবস্থান স্পষ্ট ও দৃঢ়। ভারতকে অবশ্যই অবিলম্বে এবং নিঃশর্তভাবে অনুপ্রবেশ করা এলাকা থেকে সরে ভারতের সীমান্তের ভেতরে যেতে হবে।

চায়নিজ একাডেমি অব সোস্যাল সায়েন্সেসের সীমান্ত এলাকা বিশেষজ্ঞ সান হঙনিয়ান বলেছেন, রয়টার্সের ‘ভুয়া খবর’টি সম্ভবত ভারত থেকে সৃষ্টি হয়েছে। দোকলামকে বিতর্কিত এলাকা হিসেবে ঘোষণা করতেই তারা এই পদক্ষেপ নিয়েছে।

মধ্য জুনে ভারতীয় সৈন্যরা দঙলাঙে প্রবেশ করে চীনাদের একটি সড়ক নির্মাণকাজ বন্ধ করে দেয়। নয়া দিল্লি এটাকে ভারত-চীন-ভুটান ত্রি-সংযোগ বিন্দু হিসেবে অভিহিত করে তাদের সৈন্য পাঠানোকে যৌক্তিক বলে প্রমাণ করার চেষ্টা করছে। চলতি মাসের প্রথম দিকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছিল, ভারতের অনুপ্রবেশ কেবল চীনের আঞ্চলিক সার্বভৌমত্বই লঙ্ঘন করেনি, ভুটানের সার্বভৌমত্ব ও স্বাধীনতারও খেলাফ হয়েছে এর মাধ্যমে।

পিএলএ একাডেমি অব মিলিটারি সায়েন্সেস-এর গবেষক ঝাও জিয়াওঝু বলেন, ভারতের ‘সম্পূর্ণ অযৌক্তিক’ দাবি চীন কখনো গ্রহণ করবে না। তিনি বলেন, ভারতের লক্ষ্য হলো সিকিম ও তিব্বত নিয়ে গ্রেট ব্রিটেন ও চীনের মধ্যকার কনভেনশনটি বাতিল করা। তিনি বলেন, চীন-ভারত সীমান্তে কেবল সিকিম সেক্টরেই দুই দেশের মধ্যে সমঝোতা রয়েছে।

দুই মাস আগে সিকিম সীমান্তের দোকলাম মালভূমিতে ঢুকে চীনের সেনাদের সড়ক নির্মাণকাজে বাধা দেয় ভারতীয় সেনারা। এরপর থেকেই মুখোমুখি হয় দুই দেশ। তখন থেকেই কোনও পক্ষ পিছু হটার কোনও আলামত দেখায়নি। চীনের পক্ষ থেকে বলা হয়েছে, দোকলাম মালভূমি (যেটিকে তারা দোংলাং বলে) তাদের ভূখণ্ডের অংশ। সেখানে সড়ক নির্মাণের পূর্ণ অধিকার তাদের আছে। কিন্তু ভারত ও ভুটানের দাবি, এই অঞ্চলটি হিমালয় সাম্রাজ্যের অংশ।
সাম্প্রতিক উত্তেজনায়, সীমান্তের দুই প্রান্তেই কয়েকশ ফুট দূরত্বের ব্যবধানে তারা অস্ত্র তাক করে আছে। নির্দেশ পেলেই তাঁরা সামরিক লড়াইয়ে অবতীর্ণ হবে।

/বিএ/

সম্পর্কিত
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
সর্বশেষ খবর
গাছবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২ ইজিবাইকযাত্রী নিহত
গাছবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২ ইজিবাইকযাত্রী নিহত
মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকটের সমাধানে ভূমিকা রাখতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকটের সমাধানে ভূমিকা রাখতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে