X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বার্সেলোনায় হামলা: মূল সন্দেহভাজন মুসা ওকাবির নিহত

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ আগস্ট ২০১৭, ০৩:৩০আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ০৫:২০

মুসা ওকাবির বার্সেলোনায় গাড়ি হামলার ঘটনায় মূল সন্দেহভাজন মুসা ওকাবির পুলিশের গুলিতে নিহত হয়েছে। এ হামলার পর ক্যামব্রিলসের কাছে আরেকটি হামলার চেষ্টা করা হলে সেখানে পুলিশের গুলিতে মোট ৫ ব্যক্তি নিহত হয়। যার মধ্যে মুসা ওকাবির একজন। বিবিসি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশ আগেই জানিয়েছিল, তারা মুসা ওকাবিরসহ চারজনকে খুঁজছে। কিন্তু পুলিশ চারজনকে গ্রেফতার করতে পারলেও একজনকে খুঁজে পাচ্ছিল না।

পুলিশ আরও জানিয়েছে, সন্দেহভাজন মুসা ওকাবির আরো অনেক জায়গায় হামলার পরিকল্পনা ছিল।

পুলিশ ধারনা করছে, মুসা ওকাবির বয়স ১৭ বছর এবঙ সে একজন স্প্যানিশ নাগরিক। তবে অন্যান্য সন্দেহভাজ ব্যক্তিরা মরোক্কোর নাগরিক। এ হামলায় ভ্যানটি ভাড়া নিয়ে সে সম্ভবত তার ভাইয়ের কাগজপত্র ও তথ্য প্রমাণ ব্যবহার করেছিল।

উল্লেখ্য, গত ১৭ আগস্ট স্পেনের স্থানীয় সময় দুপুরে বার্সেলোনার লাস রামব্লাসে পথচারীদের ভিড়ে ভ্যান উঠিয়ে দেওয়ার ঘটনায় ১৪ জন নিহত হন। এরপর স্থানীয় সময় মধ্যরাতের দিকে ক্যামব্রিলসের কাছে আরেকটি হামলার প্রচেষ্টা হলে পাঁচ সন্দেহভাজনকে হত্যার মধ্য দিয়ে তা ঠেকিয়ে দেওয়ার দাবি করে পুলিশ। ওই ঘটনায় সাতজন (ছয় পথচারী ও এক পুলিশ) আহত হন। এই দুই হামলার আগে বৃহস্পতিবার সকালে আলকানার এলাকার একটি বাড়িতে বিস্ফোরণ হয়। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। এটিকে প্রথমে দুর্ঘটনা বলে মনে করা হলেও এখন পুলিশ ধারণা করছে তিনটি ঘটনার সংযোগ রয়েছে।

হতাহতদের মধ্যে ২৪ দেশের নাগরিক রয়েছে বলে জানিয়েছে কাতালান কর্তৃপক্ষ। হতাহতদের স্মরণে প্যারিসের আইফেল টাওয়ারের লাইট বন্ধ রাখা হয়েছিলো। নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে স্প্যানিশ পতাকার রংয়ের বাতি জালিয়ে একাত্মতা ঘোষণা করা হয়।

সূত্র: বিবিসি ওয়ার্ল্ড

/এসএনএইচ/

মুসা ওকাবির

সম্পর্কিত
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা