X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ওবামা’র অভিবাসী সুরক্ষা প্রকল্প ‘ড্রিমার’ বাতিল ট্রাম্পের

বিদেশ ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০১৭, ০৮:৩৫আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ০৮:৪৪

ওবামা’র অভিবাসী সুরক্ষা প্রকল্প ‘ড্রিমার’ বাতিল ট্রাম্পের শৈশবে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো অভিবাসীদের কাজের অনুমতি দিতে ওবামা প্রশাসনের নেওয়া ড্রিমার কর্মসূচি বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর আওতায় এতোদিন প্রায় ৮ লাখ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো থেকে বিরত ছিল হোয়াইট হাউস। তাদের যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজের অনুমতি দেওয়া হয়েছিল। এর মাধ্যমে মূলত তরুণ অনিবন্ধিত অভিবাসীদের সুরক্ষা দিতে চেয়েছিল ওবামা প্রশাসন। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি সমাপ্তির ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল জেফ শেসনস মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের নতুন এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

এ কর্মসূচির দাফতরিক নাম ‘ডেফারড অ্যাকশন ফর চিলড্রেন অ্যারাইভাল’ (ডিএসিএ)। এ কর্মসূচির সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস, পড়াশোনা ও কর্মসংস্থানের সুযোগ পান কয়েক লাখ তরুণ। এই তরুণদের বলা হয় ‘ড্রিমার’।

নির্বাচনি প্রচারণায় মুসলিম ও অভিবাসী বিদ্বেষী বক্তব্য দিয়ে যুক্তরাষ্ট্রের উগ্র জাতীয়তাবাদীদের পছন্দের প্রার্থীতে পরিণত হয়েছিলেন ট্রাম্প। সে সময়ে তিনি নির্বাচিত হলে ড্রিমার প্রকল্প বাতিলের ঘোষণা দিয়েছিলেন। তবে কংগ্রেসে প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান-সহ অনেক রাজনীতিক এ বিষয়ে ছাড় দিতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তাদের বক্তব্য ছিল, ‘এই তরুণরা মা-বাবা তাদের এখানে নিয়ে এসেছে। তারা যুক্তরাষ্ট্র ছাড়া অন্য দেশ চেনে না। তাই তাদের সুযোগ দেওয়া উচিত।’ তবে সব আহ্বান উপেক্ষা করে শেষ পর্যন্ত নিজের অভিবাসীবিদ্বেষী অবস্থানেই অনড় থাকলেন ট্রাম্প।

ওবামা’র অভিবাসী সুরক্ষা প্রকল্প ‘ড্রিমার’ বাতিল ট্রাম্পের

হোয়াইট হাউসের এ সিদ্ধান্তের সঙ্গে একমত নন বহু মার্কিনি। যুক্তরাষ্ট্রের এসব নাগরিক চান না, মার্কিন মুলুকে একটা বড় সময় পার করে দেওয়া এসব মানুষদের দেশ থেকে বিতাড়িত করা হোক। এই নাগরিকদের দলে ফেসবুকে সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এবং অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক-এর মতো ব্যক্তিরাও রয়েছেন। টিম কুক টুইটারে জানিয়েছেন, তার প্রতিষ্ঠানের ২৫০ কর্মী ড্রিমার এবং তিনি তাদের পাশে আছেন।

ড্রিমারদের অধিকাংশই হিস্পানিক। তাদের বেশিরভাগই এসেছেন মেক্সিকো ও ল্যাটিন আমেরিকার দেশগুলো থেকে। দুই লাখেরও বেশি ড্রিমার ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন, এক লাখের মতো ড্রিমারের বসবাস টেক্সাসে। নিউ ইয়র্ক, ইলিনয় এবং ফ্লোরিডায়ও বিপুল সংখ্যক ড্রিমার-এর বসবাস। সূত্র: রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
সর্বশেষ খবর
বজ্রাঘাতে ঘরে আগুন, পুড়ে মারা গেলেন ঘুমন্ত মা-ছেলে
বজ্রাঘাতে ঘরে আগুন, পুড়ে মারা গেলেন ঘুমন্ত মা-ছেলে
আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ আহত
আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ আহত
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ