X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে মার্কিন ও তালেবান হামলায় নিহত ৬৫

বিদেশ ডেস্ক
১৯ অক্টোবর ২০১৭, ২৩:০৭আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ২১:২৯

আফগানিস্তানে মার্কিন ও তালেবান হামলায় নিহত ৬৫ আফগানিস্তানে বৃহস্পতিবার মার্কিন বাহিনী ও তালেবানের পৃথক হামলায় অন্তত ৬৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারের একটি সেনাঘাঁটিতে হামলায় অন্তত ৪৩ সেনা নিহত হয়েছেন। এছাড়া দেশটির উত্তরাঞ্চলে মার্কিন ড্রোন হামলায় অন্তত ১২ জন বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে কান্দাহারের সেনাঘাঁটিতে চালানো এ হামলার দায় স্বীকার করেছে আফগান তালেবান। এতে ১০ হামলাকারীও নিহত হয়। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও এ হামলা ও প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে। তবে তালেবান মুখপাত্র ইউসুফ আহমাদি অবশ্য দাবি করেছেন, হামলায় কমপক্ষে ৬০ জন আফগান সেনা নিহত হয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আহত হয়েছেন নয় সেনা। নিখোঁজ রয়েছেন আরও ছয়জন। চলতি সপ্তাহে আফগান নিরাপত্তা বাহিনীর ওপর এটি এ ধরনের তৃতীয় হামলা।

হামলার তীব্র নিন্দা জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, সেনাবাহিনীতে ব্যবহৃত হামভি গাড়ি ব্যবহার করে হামলা চালানো হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, সেনাঘাঁটির কোনও সদস্য হামলায় জড়িত থাকতে পারে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দওলত ওয়াজিরি জানান, ঘাঁটিতে থাকা মাত্র দুই জন সেনাসদস্য জীবিত রয়েছেন। সেখানে সব কিছু পুড়ে গেছে। আর কিছুই বাকি নেই।

এদিকে বৃহস্পতিবার সকালে কুন্দুজ প্রদেশের গুল থাপ এলাকায় মার্কিন ড্রোন হামলায় অন্তত ১২ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ছয়জন।

উল্লেখ্য, ২০১৪ সালে ন্যাটো ও যুক্তরাষ্ট্র আফগানিস্তানে তাদের যুদ্ধ শেষ করার ঘোষণ দেয়। এরপর থেকেই তালেবান হামলা সামলাতে হিমশিম খাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা।  সূত্র: আল জাজিরা, সিনহুয়া।

/এমপি/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
সাবিনা, মারিয়া ও শামসুন্নাহারের হ্যাটট্রিকে ১৯ গোল
সাবিনা, মারিয়া ও শামসুন্নাহারের হ্যাটট্রিকে ১৯ গোল
‘মাদকগ্রহণকারী নারীর সংখ্যা বাড়লেও চিকিৎসায় পিছিয়ে রয়েছে’
‘মাদকগ্রহণকারী নারীর সংখ্যা বাড়লেও চিকিৎসায় পিছিয়ে রয়েছে’
রাজধানীতে মাদক কারবারির ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাজধানীতে মাদক কারবারির ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?