X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

কাতালান পার্লামেন্ট ভেঙে দিলেন স্পেনের প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
২৮ অক্টোবর ২০১৭, ০৮:৪৬আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ০৮:৪৮

কাতালান পার্লামেন্ট ভেঙে দিলেন স্পেনের প্রধানমন্ত্রী কাতালোনিয়ার পার্লামেন্ট ভেঙে দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়। একইসঙ্গে আগামী ২১ ডিসেম্বর সেখানে ‘অবাধ, সুষ্ঠু ও আইনি’ কাঠামো অনুযায়ী আঞ্চলিক নির্বাচন আহ্বান করা হয়েছে। শুক্রবার মন্ত্রিসভার বৈঠক শেষে এ ঘোষণা দেন স্প্যানিশ প্রধানমন্ত্রী। কাতালান পার্লামেন্টে অঞ্চলটির স্বাধীনতা ঘোষণার প্রেক্ষাপটে মাদ্রিদের পক্ষ থেকে এমন ঘোষণা আসে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

কাতালান পার্লামেন্টের স্বাধীনতা ঘোষণাকে দুঃখজনক ও অপ্রত্যাশিত বলে মন্তব্য করেন স্প্যানিশ প্রধানমন্ত্রী। কাতালোনিয়ার পুলিশ প্রধানকেও বরখাস্তের ঘোষণা দেন মারিয়ানো রাজয়।

এর আগে কাতালোনিয়ার স্বায়ত্তশাসন বাতিল করে সেখানে সরাসরি কেন্দ্রের শাসন জারির সিদ্ধান্ত নেয় স্প্যানিশ পার্লামেন্ট। কাতালান পার্লামেন্টে স্বাধীনতা ঘোষণার  কয়েক মিনিটের মাথায় স্প্যানিশ পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট এ সিদ্ধান্ত নেয়। এর ফলে স্বায়ত্তশাসিত অঞ্চলটি সরাসরি স্পেনের প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে থাকবে। অর্থাৎ, আঞ্চলিক সরকারের বদলে এখন সেখানে সরাসরি শাসনকার্য পরিচালনা করবে মাদ্রিদ। সেক্ষেত্রে সরকারের এখন প্রথম কাজ হবে আঞ্চলিক সরকারকে বরখাস্ত করে সেখানকার পুলিশ বাহিনীকে মাদ্রিদের নিয়ন্ত্রণে আনা।

শুক্রবার কাতালান পার্লামেন্টে এ সংক্রান্ত ভোটাভুটির পর সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়। টুইটারে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ‘স্পেনের প্রতিটি নাগরিককে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। কাতালোনিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনা হবে। সেখানে বৈধতা পুনঃপ্রতিষ্ঠা করা হবে।’

পার্লামেন্টের উচ্চকক্ষে দেওয়া ভাষণে বিষয়টি নিয়ে কথা বলেন স্পেনিশ প্রধানমন্ত্রী। কাতালোনিয়ার নেতা কার্লেস পুজদেমন, তার ভাইস প্রেসিডেন্ট এবং কাতালোনিয়ার সব আঞ্চলিক মন্ত্রীদের অপসারিত করতে চান বলে জানান তিনি।

রাজয়ের মতে, কাতালোনিয়ায় ‘আইনের শাসন, গণতন্ত্র ও স্থিতিশীলতা’ ফিরিয়ে আনা প্রয়োজন এবং এর কোনও বিকল্প নেই। তার অভিযোগ, কাতালোনিয়ার সরকার পরিবারগুলোকে এবং সমাজকে বিভক্ত করছে।

শুক্রবার স্পেন থেকে স্বাধীন হওয়ার পক্ষে রায় দেয় কাতালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্ট। ভোটাভুটিতে ৭০ জন এমপি স্বাধীনতার পক্ষে সমর্থন জানিয়েছেন। প্রস্তাবের বিপক্ষে ভোট পড়েছে ১০টি। দুটি ব্যালট ফাঁকা ছিল। তবে বিরোধী দলের এমপিরা ভোটাভুটিতে অংশ নেননি। ভোটাভুটির আগে আগে তারা পার্লামেন্ট থেকে ওয়াক আউট করেন।

কাতালোনিয়ার পার্লামেন্টে যে প্রস্তাবটির প্রশ্নে ভোটাভুটি হয়েছে সেখানে লেখা ছিল: ‘আমরা কাতালোনিয়া প্রজাতন্ত্রকে একটি স্বাধীন, সার্বভৌম, আইনের শাসনে পরিচালিত গণতান্ত্রিক ও সামাজিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলব।’

/এমপি/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেলেন মুশতাক-ফাওজিয়া
ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেলেন মুশতাক-ফাওজিয়া
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড