X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মার্কিন দূতাবাস সরবে কী না এখনও জানেন না ম্যাকমাস্টার

বিদেশ ডেস্ক
০৪ ডিসেম্বর ২০১৭, ১০:৩৮আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ১৬:৪৩
image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার বলেছেন, তিনি এখনও জানেন না তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়া হবে কী না। তিনি জানান,  দূতাবাস সরানোর বিষয়ে ট্রাম্পকে তার পরামর্শকরা বেশ কিছু বিকল্প প্রস্তাব দিয়েছেন। সোমবার ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ এর এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মার্কিন দূতাবাস সরবে কী না এখনও জানেন না ম্যাকমাস্টার

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিন ও ইসরায়েলের শান্তি আলোচনা ত্বরান্বিত হবে এমন প্রস্তাবও দিয়েছেন পরামর্শকরা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে যেকোনও ধরনের সহিংস পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে। কারণ দূতাবাস সরিয়ে নিলে আন্দোলন করতে পারে ফিলিস্তিনিরা।

ইহুদি-খ্রিস্টান ও মুসলিম; তিন সম্প্রদায়ের মানুষের জন্য তাৎপর্যপূর্ণ ধর্মীয় তীর্থস্থান জেরুজালেম। দূতাবাস সরিয়ে নিলে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে।

নিজের নির্বাচনী প্রচারণায় ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে নেবেন। তবে এখনও সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি তিনি। এই পদক্ষেপ বাস্তবায়িত হলেই জেরুজালেম ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতি পাবে। ট্রাম্পের পদক্ষেপ রুখতেই আরব লীগ আর ওআইসিকে বৈঠকের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। রয়টার্স শীর্ষ একজন মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, ট্রাম্পের পদক্ষেপ ঠেকাতেই বৈঠক আয়োজনে তৎপর হয়েছে জর্ডান।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের এক মুখপাত্র জানান, এই সিদ্ধান্তে মধ্যপ্রাচ্য আরও অস্থিতিশীল হয়ে উঠবে। মাহমুদ আব্বাস মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি, কাতারের আমির আল থানি ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে কথা বলেছেন।

জর্ডানের রাজা আব্দুল্লাহ এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তিনি জানান, এই সিদ্ধান্তে  ইসরায়েল-ফিলিস্তিনি শান্তি আলোচনা ব্যহত হবে এবং মধ্যপ্রাচ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাবে।

ট্রাম্পের এই সিদ্ধান্ত তার পূর্বসূরি প্রেসিডেন্টের সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক। তারা সবাই মনে করতেন জেরুজালেমের বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। ট্রাম্পের এমন পরিকল্পনার সমালোচনা করেছে আরব লীগও। সংস্থাটির মহাসচিব আহমেদ আবুল ঘেত বলেছেন, এর ফলে সন্ত্রাস ও সহিংসতা বাড়বে।

/এমএইচ/
সম্পর্কিত
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
সর্বশেষ খবর
প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি
প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
মহসিনকে পেয়ে আবেগে আপ্লুত সাব্বির-কায়সার-বিপ্লবরা
মহসিনকে পেয়ে আবেগে আপ্লুত সাব্বির-কায়সার-বিপ্লবরা
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড