X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ইসরায়েলি বাহিনীর অভিযানে চার ফিলিস্তিনি বিক্ষোভকারী নিহত, আটক শতাধিক

বিদেশ ডেস্ক
১২ ডিসেম্বর ২০১৭, ১৯:১৯আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১৯:৩৫
image

ইসরায়েলি বাধা উপেক্ষা করে জেরুজালেম প্রশ্নে ট্রাম্পের স্বীকৃতির বিরুদ্ধে বিক্ষোভে নামার পর এরইমধ্যে প্রাণ হারিয়েছেন চার জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ১,৬৩২ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত পরিসংখ্যানের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ পর্যবেক্ষণে নিয়োজিত ব্রিটিশ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটর খবরটি জানিয়েছে। আর বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) থেকে শুরু হওয়া বিক্ষোভের প্রথম তিন দিনে শতাধিক ফিলিস্তিনিকে আটক করা হয়েছে বলে দাবি করেছে কারাবন্দিদের অধিকারের পক্ষের সংগঠন আদামির। 

ফিলিস্তিনি বিক্ষোভকারী
৬ ডিসেম্বর বুধবার জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির সিদ্ধান্ত ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নিয়ে যাওয়ার প্রস্তুতির কথাও জানান তিনি। ট্রাম্পের ঘোষণার পর পরই বিক্ষোভে নামেন ফিলিস্তিনিরা।

রবিবার (১০ ডিসেম্বর) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত পরিসংখ্যানের ভিত্তিতে মিডল ইস্ট মনিটর জানায়, পশ্চিমতীর ও জেরুজালেমে ইসরায়েলি বাহিনীর হামলায় ১,৩২৭ জন আহত হয়েছে। এর মধ্যে তাজা গোলাবারুদের হামলায় আহত হয়েছে ২৮ জন, রাবারের আবরণে ঢাকা মেটাল বুলেটে বিদ্ধ হয়েছে ৩০৫ জন এবং কাঁদানে গ্যাসের কারণে আহত হয়েছে আরও ৯৬২ জন। তাছাড়া পিটুনি, পড়ে গিয়ে, পুড়ে গিয়ে এবং দৌড়াতে গিয়ে আরও ১৫ জন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে উল্লেখ করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সময়ে অবরুদ্ধ গাজা উপত্যকায় বিক্ষোভ করার সময় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩০৫ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।  

ইসরায়েলি বাহিনীর অভিযানে যে চার ফিলিস্তিনি নিহত হয়েছে তাদের নাম প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর। তারা হলেন: মাহমুদ আল-মাসরি (৩০), মাহের আতাল্লাহ (৫৪), আব্দুল্লাহ আল-আতাল (২৮) এবং মোহাম্মদ আল-সাফাদি (৩০)।

এদিকে কারাবন্দিদের অধিকার আন্দোলনের সংগঠন আদামির বলছে, বিক্ষোভ শুরু হওয়ার পর প্রথম তিন দিনে ১০০-রও বেশি ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। সংগঠনটির হিসেব অনুযায়ী, পূর্ব জেরুজালেম থেকে ৩৫-৪০ জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। হেবরন থেকে আটক হয়েছেন ২৫ জন; এর মধ্যে শিশুও রয়েছে।

 

/এফইউ/
সম্পর্কিত
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
সর্বশেষ খবর
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড