X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে রয়টার্সের সাংবাদিক আটকে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

বিদেশ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৭, ১৫:৫৬আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ১৬:০১
image

মিয়ানমারে বার্তাসংস্থা রয়টার্সের দুই সাংবাদিককে আটকসহ সেখানে মানবাধিকার লঙ্ঘনের সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থোনিও গুয়েতেরেস। তিনি বলেন, মিয়ানমারের ইয়াঙ্গুনে দুই সাংবাদিককে আটকের ঘটনা বার্তাই দিচ্ছে যে, দেশটিতে গণমাধ্যমের স্বাধীনতা কমেছে।’ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মিয়ানমারে রয়টার্সের সাংবাদিক আটকে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ প্রতিবেদনে বলা হয়, গুয়েতেরেস আটক দুই সাংবাদিকের মুক্তির জন্য সম্ভাব্য সব পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, মিয়ানমারের নাজুক মানবাধিকার পরিস্থিতিই এখন উদ্বেগের সবচেয়ে বড় কারণ। রোহিঙ্গাদের ওপর হত্যা-নির্যাতনের বিষয়টির সঙ্গে সাংবাদিক আটকের ঘটনার সম্পর্ক রয়েছে বলে মনে করছেন গুতেরেস।

ইয়াঙ্গুনে আটক দুই সাংবাদিক হলেন ওয়া লোন ও কিয়া সো ও।

গত ২৫ আগস্ট রাখাইনে সহিংসতার পর রোহিঙ্গাদের ওপর নিধনযজ্ঞ শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা ও ধর্ষণ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা। এই ঘটনা জাতিগত নিধনযজ্ঞের ‘পাঠ্যপুস্তকীয় উদাহরণ’ বলে উল্লেখ করেছে জাতিসংঘ। একে নিধনযজ্ঞ বলেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি আন্তর্জাতিক সংস্থা মেডিসিনস সানস ফ্রন্টিয়ার্স (এমএসএফ) জানিয়েছে এখন পর্যন্ত সেখানে ৬ হাজার ৭০০ রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে।

মিয়ানমারে রয়টার্সের সাংবাদিক আটকে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

মিয়ানমার বারবারই এই অভিযোগ অস্বীকার করে আসছে। বিষয়টি যাচাইয়ের জন্য কোনও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাংবাদিককেও প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। স্থানীয় সংবাদমাধ্যমেও দেখা যায়নি এমন কোনও সংবাদ। মিয়ানমারের সংবাদপত্র ফ্রন্টিয়ার মিয়ানমারের তথ্যানুসারে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলের একটি মানচিত্র এবং সেনাবাহিনীর একটি প্রতিবেদন পাওয়ায় আটক করা হয়েছে ওয়াও লোন ও কিয়া সো কে। অভিযোগ প্রমাণিত হলে তাদের ১৪ বছর পর্যন্ত জেল হতে পারে।

/এমএইচ/
সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
সর্বশেষ খবর
সংকটে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
সংকটে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
উড়ন্ত জয়ে ইউরোপা লিগে খেলার সম্ভাবনা বাড়ালো চেলসি
উড়ন্ত জয়ে ইউরোপা লিগে খেলার সম্ভাবনা বাড়ালো চেলসি
গলা থেকে বড়শি খুলে নিয়েছেন, কথা বলতে চেষ্টা করবো: সংসদে লতিফ সিদ্দিকী
গলা থেকে বড়শি খুলে নিয়েছেন, কথা বলতে চেষ্টা করবো: সংসদে লতিফ সিদ্দিকী
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের