X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

গ্রেসির বৈষম্যবিরোধী প্রতিবাদে শতাধিক বিবিসি কর্মীর সংহতি

বিদেশ ডেস্ক
০৮ জানুয়ারি ২০১৮, ২১:১০আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ২১:১৬
image

নারীর প্রতি কাঠামোগত বৈষম্যের প্রতিবাদে সাংবাদিক ক্যারি গ্রেসির সম্পাদকের পদ ছেড়ে দেওয়ার পদক্ষেপে সংহতি জানিয়েছেন শতাধিক বিবিসি কর্মী।১৩০ জনেরও বেশি সম্প্রচারকর্মী ও প্রযোজকদের দল ‘বিবিসি উম্যান’ এর পক্ষ থেকে টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে এই পদক্ষেপের প্রতি সংহতি জানানো হয়। গ্রেসির পদক্ষেপের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন অন্য সংবাদমাধ্যমের কর্মীরাও। রাজনীতিবিদদের একাংশও এতে সামিল হয়েছেন। বিবিসিকে বৈষম্যমুক্ত বেতনকাঠামো নির্ধারণের তাগিদ দিয়েছেন তারা।
গ্রেসির বৈষম্যবিরোধী প্রতিবাদে শতাধিক বিবিসি কর্মীর সংহতি

বিবিসি’র বিরুদ্ধে নারীর প্রতি কাঠামোগত বৈষম্যের অভিযোগ তুলে সম্পাদকের পদ ছেড়ে দেন চীনা সংস্করণের সম্পাদক ক্যারি গ্রেসি। তার দাবি, এই বেতন বৈষম্যের মধ্য দিয়ে বিবিসি নারীর প্রতি সমতার প্রতিশ্রুতি রক্ষা না করে ‘আস্থার সংকট’ সৃষ্টি করেছে।গ্রেসি সম্পাদক পদ ছাড়ার ঘোষণা দেওয়ার পর এলিসি ডৌচেট, ক্লারে বাল্ডিং, এমিলি মাইটলিস এবং সারাহ মন্তাগুসহ বিবিসির সম্প্রচারে জড়িত বেশ ক’জন কর্মী তার প্রতি সমর্থন জানিয়েছেন। চ্যানেল ফোরের সংবাদ উপস্থাপক ক্যাথি নিউম্যান, লেবার এমপি হারিয়েত হারমান ও জেস ফিলিপস এবং কনজারভেটিভ এমপি রাডিনে ডোরিজও তার পদেক্ষপকে ইতিবাচক আখ্যা দিয়েছেন। অনেকে ‘আই স্ট্যান্ড উইথ ক্যারি’ হ্যাশট্যাগে সমর্থন দিয়েছেন তাকে।’ 

টুইটারে তার সমর্থনে প্রকাশিত হয়েছে একটি বিবৃতি। তার সহকর্মীদের একাংশ ওই বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, ‘এটি খুব দুঃখজনক, ক্যারি গ্রেসির মতো অসাধারণ ও পুরস্কারবিজয়ী সাংবাদিককেও উপলব্ধি করতে হয় যে বিবিসি তাকে পুরুষ সহকর্মীদের সমানভাবে মূল্যায়ন করছে না। বিবিসির চীনা সংস্করণের সম্পাদকের পদ ছেড়ে দেওয়া ছাড়া তার আর অন্য উপায় ছিল না। আমরা মনেপ্রাণে তার প্রতিবাদকে সমর্থন জানাই।’

বিবিসিকে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ওই বিবৃতিতে বলা হয়, ‘অনতিবিলম্বে গ্রেসিসহ অন্য মামলাগুলোর নিষ্পত্তি এবং জরুরিভিত্তিতে করপোরেশনে বেতন বৈষম্যের অবসান করুন। আমরা জানি বিবিসির বিভিন্ন পর্যায়ে ও পদে নিয়োজিত রয়েছেন এমন প্রায় ২০০ নারী কর্মী বেতন বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ করেছেন। যুক্তরাজ্যের জাতীয় সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) একাই এই ধরনের ১২০টি মামলার সঙ্গে সংশ্লিষ্ট।’ বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ক্ষেত্রে সম্পাদক পদটিকে প্রতিবন্ধকতা হিসেবে দেখছেন গ্রেসি। সে কারণেই নিউজরুমে আগের দায়িত্বে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিবিসি অবশ্য গ্রেসির ‘কাঠামোগত বৈষম্য’র অভিযোগ অস্বীকার করেছে। 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত
মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি