X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

জয়নাব হত্যার বিচার দাবিতে উত্তপ্ত পাকিস্তানের সংসদ

বিদেশ ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৮, ০৯:৪৪আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ১১:২০
image





সরকার ও বিরোধীদলের সংসদ সদস্যরাও পাঞ্জাব প্রদেশে নিহত শিশুর বিচার দাবিতে একমত হয়েছেন। শুক্রবার পাকিস্তানের জাতীয় সংসদে অপরাধীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি তোলার পাশাপাশি শিক্ষা পাঠ্যক্রমে যৌন হেনস্তা বিষয় অন্তর্ভুক্ত করার মতও দেন তারা।

জয়নাব হত্যার বিচার দাবিতে রাজপথের আন্দোলনে শামিল হয়েছেন দেশের সাধারণ মানুষ। সংগৃহীত ছবি




গত ৪ জানুয়ারি (বৃহস্পতিবার) কোরআন ক্লাসে শেষে বাসায় ফেরার পথে পাঞ্জাবের কাসুর শহর থেকে ছয় বছরের শিশু জয়নাবকে তুলে নিয়ে যায় দুস্কৃতকারীরা। সে সময় বাবা-মা ওমরাহ পালন করতে সৌদি আরবে থাকায় খালার কাছে ছিলেন জয়নাব। পরে ৯ জানুয়ারি এক পুলিশ সদস্য শাহবাজ খান রোডে আবর্জনার স্তূপ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন। ময়না তদন্তে দেখা গেছে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে তাকে। এ ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা পাকিস্তান। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভকারীরা কাসুর শহরে পুলিশ প্রধান কার্যালয়ে হামলা চালানোর চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। এতে দু'জন নিহত হয়। শুক্রবারও দেশটির বিভিন্ন অঞ্চলে তৃতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে। চলমান ঘটনা নিয়ে আলোচনা শুরু হয় দেশটির সংসদে।
সংসদের নিম্নকক্ষে সরকার ও বিরোধীদলের সদস্যদের আলোচনার এক পর্যায়ে সোমবার বিকাল চারটা পর্যন্ত মুলতবি করা হয় অধিবেশন। ধারণা করা হচ্ছে ভবিষ্যতে এ ধরণের ঘটনা রোধ করতে সেদিনই একটি সবসম্মত প্রস্তাব পাস হবে।
শুক্রবার সংসদের আলোচনায় তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব শিশেুদের মধ্যে যৌন নিপীড়নের বিষয়ে সচেতনতা বাড়াতে পাঠ্যক্রমে নির্দিষ্ট অধ্যায় অন্তর্ভুক্ত করবার দাবি তোলেন। বলেন, ‘সংবিধানের ১৮তম সংশোধণীর পর শিক্ষার বিয়টি প্রাদেশিক সরকারের নিয়ন্ত্রণে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনও প্রাদেশিক সরকার শিশুদের মধ্যে সচেতনতা বাড়াতে এ ধরণের কোন উদ্যোগ নেয়নি।’ তথ্যমন্ত্রী বলেন জয়নাব ইস্যুতে জাতীয়স সংসদের কোনও প্রস্তাবই কার্যকর হবে না যদি না দেশব্যাপী সব কারিকুলামে সুনির্দিষ্ট অধ্যায় সংযুক্ত না করা হয়।
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা সৈয়দ খুরশিদ শাহ বলেন, ওই এলাকায় আগের শিশু নিপীড়নের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে সময়মতো ব্যবস্থা নেওয়া গেলে জয়নাবের হত্যার ঘটনা এড়ানো যেত।
তিনি সংসদে জানান, গত তিন বছরে পাঞ্জাবে এই ধরণের ৭২০ টি ঘটনা ঘটেছে। কিন্তু প্রাদেশিক সরকার কোনও হত্যাকারী বা ধর্ষককে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। তিনি দাবি করেন, জয়নাবের মতো নিরীহ শিশুর সঙ্গে ঘটে যাওয়া ধর্ষণ ও হত্যার ঘটনায় যে সমস্ত সিরিয়াল রেপিষ্ট ও কিলাররা জড়িত তাদের প্রকাশ্য স্থানে মৃত্যুদণ্ড দেওয়া হোক। এছাড়া এসমস্ত অপরাধকে সন্ত্রাসবাদী কার্যক্রম হিসেবে বিবেচনা করারও দাবি তোলেন তিনি।
পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ পার্টির নেতা শিরীন মাজারি বলেন, কোনও রাজনৈতিক দল যেন জয়নাবের মৃত্যু নিয়ে রাজনীতি করবার সুযোগ না নেয়। অপরাধীদের দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত জাতি শান্ত হবে না বলেও মন্তব্য করেন তিনি। জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজলের নেতা নায়িমা কিশোয়ার বলেন, ইসলামি আইন কার্যকর না করা পর্যন্ত কাসুরের মতো ঘটনার পুনরাবৃত্তি থামবে না। তিনি বলেন, ‘যৌন নিপীড়নের ঘটনায় সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। এমনকি অপরাধী ঘটনার শিকারকে হত্যা্ করলেও শাস্তি একই থাকে। কিন্তু ইসলামি আইনে এই ধরণের অপরাধীর শাস্তি ফাঁসিতে ঝোলানো বা প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে হত্যা করা।’

/জেজে/
সম্পর্কিত
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
সর্বশেষ খবর
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি