X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

শাটডাউন শেষে স্বস্তিতে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মচারীরা

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০১৮, ০৯:৪৮আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ০৯:৫৮

যুক্তরাষ্ট্র সরকারের অচলাবস্থা বা শাটডাউন শেষ হওয়ায় কেন্দ্রীয় সরকারের কয়েক লাখ কর্মচারী হাফ ছেড়ে বেঁচেছেন। সোমবার সিনেটে রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা সরকারের জন্য তিন সপ্তাহের তহবিল বরাদ্দের ব্যাপারে একমত হওয়ার পর তাদের মধ্যে স্বস্তি দেখা দেয়। সরকারের শাটডাউনের জন্য তারা কয়েক ঘণ্টা কাজে যোগ দিতে পারেনি।

শাটডাউনে বন্ধ ছিল যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টি ভ্রমণও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিলে স্বাক্ষরের মধ্য দিয়ে শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের শাটডাউন। প্রায় তিনদিন অচলাবস্থা চলার পর সোমবার রাতে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সরকার পরিচালনার জন্য একটি তহবিল পাসের বিলে স্বাক্ষর করেন তিনি।

শাটডাউনের সময় জরুরি নয় এমন সরকারি কর্মচারীদের সাময়িক ছুটি বা অস্থায়ী  বিনা বেতনের ছুটিতে পাঠানো হয়েছিল। শুধু জনগণের সুরক্ষা ও জাতীয় নিরাপত্তায় নিয়োজিত বিভাগগুলোকে শাটডাউনের জরুরি বিভাগ হিসেবে খোলা রাখা হয়েছিল। শুক্রবার রাতে শুরু হওয়া শাটডাউনের কারণে প্রায় ৮ লাখ কর্মচারী বেকার হয়ে পড়েছিল। তবে প্রথম দুই দিন ছুটি থাকায় খুব বেশি প্রভাব পড়েনি। তবে সোমবার প্রথম কর্মদিবসেই কর্মচারীদের মধ্যে শঙ্কা দেখা দেয়। তারা কাজ না থাকা অনেকটা আতঙ্কিত হয়ে পড়েন। তবে কত লোক এ ঘটনার শিকার হয়েছিলেন তার কোনও সঠিক সরকারি হিসাব পাওয়া যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

শাটডাউনের কারণে বাধ্যতামূলক ছুটিতে থাকা যুক্তরাষ্ট্রের আটলান্টার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের স্বাস্থ্য বিজ্ঞানী টম চ্যাপেল মজা করে বলেন, এটা প্রয়োজনীয় মধ্যাহ্নভোজের বিরতি ছিল। আমি কেন্দ্রীয় কর্মচারী হিসেবে আরাম করছিলাম। আমি সুন্দর মধ্যাহ্ন ভোজের বিরতি পালন করেছি।

অভ্যন্তরীণ রাজস্ব সেবার গ্রাহক সেবা বিভাগ ২৩ বছর ধরে কাজ করছেন ডুনকান গিলেস। তিনি এখন পর্যন্ত চারটি শাটডাউন দেখেছেন। শাটডাউন শেষ হওয়ার পর তিনি বলেন, ‘তারা (রাজনীতিকরা) একমত হওয়ায় আমি খুব খুশি। আশা করি ৮ ফেব্রুয়ারির মধ্যে যে বিষয়ই হোক তারা সমাধানে পৌঁছাতে পারবে। আর আমরা কাজে ফিরে গিয়ে মার্কিন জনগণের সেবা করতে পারব।’

প্রায় তিন দিন শাটডাউন চলার পর সোমবার অভিবাসন বিষয়ে সিনেটে ডেমোক্র্যাট দলের নেতা চাক স্কুমার ও রিপাবলিকান দলের নেতা মিচ ম্যাককনেলের মধ্যে একটি সমঝোতা হয়। এরপর সরকারের জন্য তিন সপ্তাহের তহবিল বরাদ্দের ব্যাপারে সিনেটে ভোটাভুটি হয়।

পরে হাউজ অব রিপ্রেজেন্টেটিভে প্রস্তাবটি ২৬৬-১৫৯ ভোটে পাস হয়। প্রস্তাবটির পক্ষে আগের চেয়ে ৩৬টি ভোট বেশি পড়ে। আর সিনেটে বিলটি ৮১-১৮ ভোটে পাস হয়। বিল পাসের পর সোমবার রাতেই তাতে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সূত্র : রয়টার্স

 

/আরএ/
সম্পর্কিত
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেফতার
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
সর্বশেষ খবর
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নস্যাৎ সম্ভব না: দুদু
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নস্যাৎ সম্ভব না: দুদু
বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ
বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ
রেশনে পণ্য চান শ্রমিকরা
রেশনে পণ্য চান শ্রমিকরা
অশ্রুসিক্ত হয়ে চেলসি ছাড়ার ঘোষণা ব্রাজিলিয়ান ডিফেন্ডারের
অশ্রুসিক্ত হয়ে চেলসি ছাড়ার ঘোষণা ব্রাজিলিয়ান ডিফেন্ডারের
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ